![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিনটি ছড়া
- মাসুদুল হাসান রনি
১.
কানন দে
-------------------
বিশাল টাকের অধিকারী
পাশের বাড়ির কানন দে
বিপদ দেখলে সবার পাশে
এসে দাঁড়ান সানন্দে ।
২.
বইপোকা
--------------------
কেউ ডাকে হাঁদারাম
কেউ ডাকে বোকা
তাতে কী? ছেলে সে ভালো
বইয়ের পোকা ।
৩.
পড়ুয়া
---------------------------
দিনরাত পড়াশুনো
ভীষন পড়ুয়া
পাড়ার সে ভালো ছেলে
তুহীন বড়ুয়া ।
----------------------
১৭.১১.২০১৫
ঢাকা
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ১:০৪
Rezwan Ahmed Mohsin বলেছেন:
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৫
রুদ্র জাহেদ বলেছেন: মজা পাইছি
©somewhere in net ltd.
১|
১৭ ই নভেম্বর, ২০১৫ রাত ১০:৪১
সুমন কর বলেছেন: হাহাহা......মজার হইছে।