![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুগল জানে
-মাসুদুল হাসান রনি
পানিপথের যুদ্ধ কবে
হয়েছিলো জানো
প্রশ্ন করতে ইতিহাসের
বইটা টেনে আনো ।
নাম শুনেছো লুইপাস্তুরের
আবিস্কারক ছিলেন ।
মীরজাফর কে ? কেন তিনি
ইতিহাসের ভিলেন ?
কোন বিজ্ঞানী বলেছিলেন
বৃক্ষদের আছে প্রান ?
কে বানিয়েছে উড়োজাহাজ ,
কে বানিয়েছে কামান ?
সমাজতান্ত্রিক বিপ্লব প্রথম
হয়েছিলো কোথায়?
মার্কস লেনিন অমর কেন
ইতিহাসের পাতায় ?
নানান রকম প্রশ্ন যখন
মাথার ভেতর ঘুরে
উত্তরগুলো খুঁজতে থাকো
বইয়ের পাতা জুড়ে ।
খুঁজতে খুঁজতে হচ্ছো হয়রান
উত্তরের সন্ধানে
ইতিহাস আজ তোমার থেকেও
গুগল বেশী জানে !
---------------------------------
১৮.১১.২০১৫
ঢাকা
২| ১৮ ই নভেম্বর, ২০১৫ ভোর ৬:৩৫
নাবিক সিনবাদ বলেছেন: হা গুগল মামা সব জানে।।
৩| ১৮ ই নভেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:২৩
আরণ্যক রাখাল বলেছেন: গুগোল বিদ্যাসাগরেরও বাপ| ছড়াটা মজাদার
©somewhere in net ltd.
১|
১৮ ই নভেম্বর, ২০১৫ রাত ৩:০৩
রুদ্র জাহেদ বলেছেন: চমৎকার ছড়া+