নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

খুব মনে পড়ে জগলুলভাই

২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০০


আজ থেকে এক বছর আগে ২৯শে নভেম্বর রাতে জগলুলভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম ।মানতেই পারছিলাম না ,এইটা কি করে সম্ভব জগলুল ভাই নেই ?
আপনি এইভাবে না বলে হুট করে চলে যাবেন ?
সেদিন জগলুল ভাইয়ের এভাবে চলে যাওয়া যেমন মেনে নিতে পারিনি ।তেমনি একবছর পরেও কোনভাবেই মানতে পারছি না । আন্তর্জাতিক কোন ইস্যুতে কথা বলার জন্য কারো কথা ভাবলেই এখনো সব সময় প্রথমেই আপনার কথা মনে পড়ে ।
প্রিয় জগলুলভাই ,আপনার সাথে আরও অনেক কথা বলা ,শোনা দুটোই বাকী রয়ে গেল । ফোন করলে কে বলবে , রনি ,পান্নাকে বলেছি আমাকে তুলে নিতে্‌ , তুমি ঢাকাক্লাবে গাড়ি পাঠাও ।
জগলুল ভাই আর কখনো আপনার মতন কেউ বলবে না , " রনি, ভাল কাজগুলিই টিকে থাকে । খারাপ কিছুই বেশীদিন স্থায়িত্ব পায় না । "
প্রিয় জগলুল ভাই ছিলেন দ্যা ফিনান্সিয়াল এক্সপ্রেসের উপদেস্টা সম্পাদক । একসময় বাসস এর সাবেক এম ডি ছিলেন । কূটনৈতিক বিশ্লেষক হিসেবে তাঁর ছিল অনেক খ্যাতি । এই প্রখ্যাত সাংবাদিক জগলুল আহমেদ চৌধুরী একবছর আগে ২৯ নভেম্বর শনিবার রাতে ' সময় টেলিভিশনের টকশো ' সম্পাদকীয়" তে অংশগ্রহন করার কথা ছিল । রাতে কারওয়ান বাজার এলাকায় এসেছিলেন এই টকশোতে অংশ নিতে।
গাড়ি থেকে নামার পরপরই কারওয়ান বাজারে সড়ক দুর্ঘটনায় নিহত হন।
রাত সাড়ে ৮টার দিকে একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে গুরুতর অবস্থায় প্রথমে মোহনা হাসপাতাল এবং পরে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নেয়া হয়েছিল। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।
গত একবছর আপনাকে দেখি না জগলু ভাই! যেখানে আছেন নিশ্চয়ই ভালো আছেন এবং ভালো থাকুন সেই কামনাই করি ।
মৃত্যুদিনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা ।

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৪

বাংলার ফেসবুক বলেছেন: মৃত্যুদিনে আপনার প্রতি গভীর শ্রদ্ধা । @অনেক সুন্দর পোষ্ট। পড়ে ভাল লাগলে । ভাল লাগা রেখে গেলাম সেই সঙ্গে আমার আইডিতে চায়ের নিমন্ত্রণ রইল।আপনার আসার অপেক্ষায় রইলাম কিন্ত। ধন্যবাদ।

২| ২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০৬

দধীচি বলেছেন: বাংলার ফেসবুক ব্লগারটারে উশটা দিয়া ডিম থেরাপি মারা লাগবে, হালায় সব পোস্টে ঘুরে ঘুরে সবাইরে ওর আইডিতে ডাকে

৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:০৮

বিচার মানি তালগাছ আমার বলেছেন: আম‍ার মনে আছে একুশে টিভিতে প্রথম চালু হওয়া সংবাদপত্র বিষয়ক টক শো তে উনি যখন নিজের পরিচয় দিতেন , “আমি জগলুল আহমেদ চৌধুরী”। ভালো মানুষ ছিলেন। আল্লাহ উনাকে জান্নাতবাসী করুক।

৪| ২৯ শে নভেম্বর, ২০১৫ দুপুর ১:৪২

এ কে এম রেজাউল করিম বলেছেন:

আজ থেকে এক বছর আগে ২৯শে নভেম্বর রাতে জগলুলভাইয়ের মৃত্যু সংবাদ পেয়ে স্তব্ধ হয়ে গিয়েছিলাম ।মানতেই পারছিলাম না ,এইটা কি করে সম্ভব জগলুল ভাই নেই ?
আপনি এইভাবে না বলে হুট করে চলে যাবেন ?
সেদিন জগলুল ভাইয়ের এভাবে চলে যাওয়া যেমন মেনে নিতে পারিনি।
তেমনি একবছর পরেও কোনভাবেই মানতে পারছি না।
আন্তর্জাতিক কোন ইস্যুতে কথা বলার জন্য কারো কথা ভাবলেই এখনো সব সময় প্রথমেই আপনার কথা মনে পড়ে।

জগলুল ভাই আর কখনো আপনার মতন কেউ বলবে না , " রনি, ভাল কাজগুলিই টিকে থাকে । খারাপ কিছুই বেশীদিন স্থায়িত্ব পায় না "

পরকালে সে শান্তিতে থাক, কামনা করি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.