![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সঙ্গীত ভালবাসি । কিন্তু শাস্ত্রীয় সঙ্গীত বুঝি না । আমার আশেপাশের অনেককেই চিনি যারা কস্মিনকালে তাদের শাস্ত্রীয় সঙ্গীত শুনতে বা ভালবাসতে শুনিনি । কোন চ্যানেলে রাগ বা রাগাশ্রয়ী সঙ্গীত শুরু হলে তাদের বলতে শুনেছি , এইটা কোন বাল গাইছে ! চ্যানেল ঘোরাও ।
সেইসব ব্যক্তিদের দুইদিন যাবত দেখছি সন্ধ্যা হলেই বউ,বাচ্চা,শালিকা এবং অনেকেই গার্ল বা বয় ফ্রেন্ড নিয়ে আর্মি স্টেডিয়াম ছুটতে । কয়েকজন কে জিগেস করি ,ভাই বা আপু আপনারা কেমন শুনলেন শাস্ত্রীয় সঙ্গীত ?
-ধুর এইসব আ আ আ......... কি আমরা বুঝি !সবাই যাচ্ছে ,আমরাও গেছি ঘুরতে ,সময় কাটাতে ,সেলফি তুলতে ।
বুঝুন এইবার !
শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তারা কেউ যাননি । যাচ্ছেন ইজ্জত বাচাতে !
হায়রে হুজুগে বাঙ্গালী আমরা !
২| ২৯ শে নভেম্বর, ২০১৫ ভোর ৬:২৮
অবিবাহিত ছেলে বলেছেন: তাইলে তো বউ, আন্ডা বাচ্চা নিয়ে আমারও যাওয়া লাগে
৩| ২৯ শে নভেম্বর, ২০১৫ সকাল ৮:১৬
রানার ব্লগ বলেছেন: বড়ো নির্মম সত্য ।
©somewhere in net ltd.
১|
২৯ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৮
বাংলার ফেসবুক বলেছেন: শাস্ত্রীয় সঙ্গীতের জন্য তারা কেউ যাননি । যাচ্ছেন ইজ্জত বাচাতে !