নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

পেশাদার মিডিয়া চাই

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:০১

আমাদের মিডিয়া মুখে মুখে পেশাদারিত্বের কথা বলে , কিন্তু এখনো হাতে গোনা ২/১টি হাউজ ছাড়া কোথাও পেশাদারিত্বের ছোয়া নেই। কর্মীরা অনেক আশা নিয়ে গণমাধ্যমে কাজ করতে আসেন । নিজেদের মেধা, যোগ্যতা , সততা,নিষ্ঠা উজাড় করে দেন, জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। কিন্তু ব্যবস্থাপনায় এখনো পেশাদারিত্ব না গড়ে উঠায় আমাদের স্বপ্ন আতুড়ঘরেই মারা যায় । আরো অনেক চ্যানেল, এফএম রেডিও কিংবা সংবাদপত্র আসছে । শুধু টাকা আর ক্ষমতার দাপটে একটার পর একটা গণমাধ্যম খুলেন নিজেদের কালো টাকা, অবৈধ সম্পদের নিরাপত্তার জন্য, মিডিয়াকে ভালোবেসে নয় । নতুন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে হয়তো অনেক কর্মসংস্থান হবে । সেইসব প্রতিষ্ঠানের মান কি হবে, সেটাও ভাবার বিষয় !
এইসব প্রতিস্টানের মালিক কারা , তাদের নাম দেখলেই বোঝা যাবে এগুলো কতটা পেশাদারিত্ব ও স্বাধীন হবে ।
যেই লাউ সেই কদু ।একই সাথে প্রাচীন প্রবাদটা মনে পড়ে গেল মুর্খ লোকের ( মিডিয়া বান্ধব নয় ) পিছনে না হেটে শিক্ষিত লোকের( মিডিয়া বান্ধব) পিছনে হাটা ভালো ।
এসব দেখে দেখে মেজাজটাই খারাপ ও মন ভারী হয়ে আছে ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ২:১৪

বাংলার ফেসবুক বলেছেন: ভাই আপনার অবস্থান থেকে বলুনতো আপনি কি সত্যি সত্যি স্বাধীন। আপনার চারপাশ্বে কোন অন্যয় হলে প্রতিবাদ করতে পারেন। আপনার এলাকার এমপি বা সরকারী দলীয় নেতার অপকমের জবাব দিরেত পারেন। পারেন না। মিডিয়াব্যক্তিদের আরো হাত পা বাধা । প্রশাসনে অনুমতি ছাড়া কোন ক্রাইম রেপোড করা যায় না করলেই প্রশাসন তাকে সুকৌশলে নাশকতা বা উস্কানী সুলুক সংবাদ প্রকাশের অভিযোগে আটক করবে। তাই আর মিডিয়ায় কোন সঠিক খবর নাই। মিডিয়ার কোন দোষ নেই। দোয় কার নাউ আর কদুর মতো।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৪

আরণ্যক রাখাল বলেছেন: সুন্দর বলেছেন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.