নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আমাদের টিভি অনুস্টান দেখে কে ?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:২৫


অনেকটা কৌতুহল নিয়ে আজ দুপুরে এবং রাতে আমার বাসা সহ জামতলার জাজিরা ভবনের ১৬টি ফ্ল্যাট এবং ৩ মহল্লার ৩৩টি বাসায় গিয়েছিলাম। উদ্দেশ্য ছিলো ১টাই অতর্কিত জরিপ।
এইসব বাসায় যদি টেলিভিশন চালু থাকে সেই মুহুর্তে বাড়ির মানুষ কোন চ্যানেলটি দেখছেন। আমি ও আমার বন্ধু সেতু দুজনেই হতাশ। ৪৯ টি বাসার মধ্যে অই মুহুর্তে ৪৩টি বাসায় টিভি চালু ছিলো। ৬টি বাসায় রাতে দেখেন টিভিতে নিউজ । অন্য সময় খুব একটা টিভি দেখেন না। এই ৬ বাসার বাসিন্দারাই তা জানান।
৪৯ টি বাসার মধ্যে দুপুর ২টা থেকে ৪:৩০মিনিটের ভিতর আমরা ২৮টি বাসায় গিয়েছি। বাকী ২১টি বাসায় গিয়েছি সন্ধ্যা ৭টা থেকে রাত ৮:৩০ মিনিট এবং রাত ১০:৪০ থেকে ১১: ২০ মিনিটের মধ্যে। রাতে সব বাসায় টিভি চালু ছিলো। আশ্চর্যের বিষয় দিন ও রাত মিলিয়ে ৪৩ টি বাসার ভিতর ৭টি বাসায় তখন বাংলাদেশী চ্যানেল চালু ছিলো। ৭ টি বাসার মধ্যে ২টি বাসায় চ্যানেল আই, ২টি বাসায় এনটিভি, ১টি বাসায় এটিএন বাংলা, ১টি বাসায় সময় টিভি এবং ১টি বাসায় বাংলাভিশন চলছিলো। রাত ১০টায় আমার বাসায় এসে দেখি দুই রুমে চলছে ভারতীয় চ্যানেল সনি টিভি ।
৩৬টি বাসার ভিতর ২৯টি বাসায় চলছিলো ভারতীয় চ্যানেল সনি টিভি। ৭ টি বাসার মধ্যে ২টি বাসায় জি সিনেমা এবং বাকী ৫টি বাসায় জি বাংলা চলছিলো। দর্শক হিসেবে পেয়েছি বাড়ির গিন্নি, কর্তা ও ১৮ থেকে ২৫ বছরের তরুন - তরুনীদের। সবার কাছে প্রিয় এইসব চ্যানেলের ধারাবাহিক নাটক!
বেশ কজনের প্রিয় হিন্দি সিনেমা ও গানের অনুস্টান।
আমার হঠাত দেখা এই চিত্রটি নিশ্চয়ই সারাদেশের চিত্র হবে না।
তারপরেও আমার প্রশ্ন আমাদের দেশের চ্যানেলের অনুস্টান কি এতোটা মানহীন? আমাদের নাটক কি এতোটাই খারাপ? এতো অনুস্টান, এতো নাটক হয় এগুলি দেখেন কারা? কেন দর্শক আমাদের চ্যানেল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, বোধহয় এখনি ভাবার সময় এসেছে। এই দর্শক ফিরিয়ে আনতে না পারলে সাংস্কৃতিক বিপর্যয় রোধ করা যাবে না।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৬

নতুন বলেছেন: সবাই যদি এতো বেশি বাইরের অনুষ্টান দেখে তবে তো সমস্যা।

২| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৪৭

বাংলার ফেসবুক বলেছেন: আমার মনে হয় আপনি সরেজমিনে তদন্ত না করেই মন গড়া সমিকরণ লেখছেন। জি বাংলা আর স্টার জলশা এই ২ চেনেল ছাড়া মেয়েরা অন্য চেনেলে হাত দিতে দেয় না। আপনি কেমনে যে বলনে এই ২ সুপারহিট চেনেল কেহ দেখছে না।

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৭

এমএইচ রনি১৯৭১ বলেছেন: আপনার সন্দেহর কারন কি ? সরেজমিনে না গিয়ে কেন, কোন দুঃখে মন গড়া সমীকরণ তুলে আনব? আপনাকে তো বলিনি ২টি চ্যানেল জনপ্রিয় । বলেছি ,এই দুইটি চ্যানেলে ধারাবাহিকগুলি জনপ্রিয় । তার মানে এই নয় যে , এই দুইটি চ্যানেলের সব অনুস্টান জনপ্রিয় এবং চ্যানেল ২টি জনপ্রিয় । কমেন্ট করার আগে একটু ভালোভাবে বিষয়টি অনুধাবন করে কমেন্ট করেন ।

৩| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫১

বিচার মানি তালগাছ আমার বলেছেন: সনি টিভি দেখে এত মানুষ? কীভাবে সম্ভব? ভুল হচ্ছে না তো?

৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫৩

এমএইচ রনি১৯৭১ বলেছেন: ভুল হবে কেন ? আমি যা দেখেছি ,তাই তুলে এনেছি ।

৪| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০০

অমিত অমি বলেছেন: তিক্ত সত্যি কথা।

৫| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৭

ফ্রিটক বলেছেন: আপনার সাথে ৭০ % একমত। তবে স্টার জলসায় ৮০ পারসেন্ট মেয়েরা পাগল। আর বাংলা চ্যানেল আমি নিজেও কম দেখি। কারন বিজ্ঞাপন দৌরাত্ম্য। খবর দেখবেন, সেখানেও শর্ট ব্রেক, ফুল ব্রেক আরও কত কি,? আর একক অনুষ্ঠানের চ্যানেল নেই বললেই চলে। এইতো কয়েকবছর আগেও খবরে বিজ্ঞাপন এতোটা ছিল না। এক বিজ্ঞাপন বারে বারে রিপিট। এক সিনেমা সকাল ১০টায় শুরু হলে তা শেষ হয় বিকাল ৪ টায়। এতো ধৈর্য ও সময় কোথায়,?


৬| ৩০ শে নভেম্বর, ২০১৫ রাত ১১:০৯

তামান্না তাবাসসুম বলেছেন: ভাল জরিপ, সং্খ্যা আর সময় আরো বাড়িয়ে নিয়ে ভাল একটি রিসার্চ প্রকাশ করতে পারেন ব্লগে। আমারা আমরা ক্লাস প্রজেক্ট এর জন্য কিছুদিন আগে বাংলাদেশে ইন্ডিয়ান চ্যানেল এর প্রভাব নিয়ে একটা রিসার্চ করেছিলাম।
শুভকামনা। উদ্দোগটা ভাল লাগলো :)

৭| ০১ লা ডিসেম্বর, ২০১৫ দুপুর ১২:৪৩

শাহিবযাদা সোহান বলেছেন: বিটিভি কেউ দেখে না?

৮| ০১ লা ডিসেম্বর, ২০১৫ সন্ধ্যা ৬:২৯

অন্ধবিন্দু বলেছেন:
আমি দেখার চেষ্টা করি প্রায়ই। এতোটাই খারাপ বলবো না। তবে নিশ্চয়ই মান বাড়াতে হবে। কিন্তু সমস্যা আরও গভীরে ...

অনুষ্ঠান

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.