![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চাই না ইতিহাসের পুনরাবৃত্তি
-মাসুদুল হাসান রনি
শান্তিতে থাকাটা অনেকের স্বভাবে নেই ।
কে কবে আমাদের শান্তিতে রেখেছিলো
সুখ দিয়ে অভাব, অনটন ঢেকেছিলো
ইতিহাসে লেখা কোথাও কোনভাবে নেই!
আমরা জনগন দু' মুঠো ভাত চাই , চাই দেশে শান্তি
বুঝি না তন্ত্র মন্ত্র , সংবিধান
চাই নিরাপত্তা ,চাই বাঁচার সম্মান
চাই না খুন , গুম , চাই না ইতিহাসের ভুল-ভ্রান্তি ।
চাই না রাতের আঁধারে উত্তরা -গুলশান ষড়যন্ত্র ।
আসুন দেশকে ভালোবাসি
আজকে শান্তির পাশাপাশি
অব্যাহত থাকুক দেশে ঊন্নয়নের মন্ত্র ।
----------------------------------------
৮-১২-২০১৫
নারায়ণ গন্জ !
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪৭
মাকড়সাঁ বলেছেন: অব্যাহত থাকুক দেশে ঊন্নয়নের মন্ত্র ।