![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ও হাওয়া
-মাসুদুল হাসান রনি
হঠাৎ আসা দমকা হাওয়ায়
উড়লো তোমার চুল
পড়লো খসে খোঁপায় গোঁজা
রংগীন দুটো ফুল !
- হাওয়া ভীষন দুস্টুভারি
কাদের ছেলে ? কোথায় বাড়ি ?
: জানি না ছাই , শোনে না সে
এ জগতের কারো কথা
যখন তখন গা ছুঁয়ে দেয়
তাঁর কি অবাধ স্বাধীনতা !
আমি যদি হতাম হাওয়া
দিতাম তোমায় ছুঁয়ে ,
মরি মরি লজ্জায় কেন
যাচ্ছো তুমি নুয়ে ?
........................
৮.১২.১৫
নারায়ণ গঞ্জ
©somewhere in net ltd.
১|
০৮ ই ডিসেম্বর, ২০১৫ দুপুর ২:১৫
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ওয়াও!! রণিভাই
কবির খাতায় না্ম লেখালেন,
চমৎকার হয়েছে। শুভকামনা রইলো।