![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার এক অনুজ বললো,একা আছি তো কি হয়েছে,সবই তো আছে আমারই কাছে।
অনেক ভেবে দেখলাম সত্যি আমিতো একা নই ।
সবই তো আছে আমারই কাছে । মোবাইল আছে , ট্যাব আছে,থ্রিজি আছে, যখন-তখন নেট এক্সেস আছে, ম্যানিব্যাগ আছে,শুধু টাকা নয় ইউরো-ডলারও আছে , ক্রেডিট-ডেভিড কার্ড আছে , পাসপোর্টে ভিসা আছে ।
তারপরও আমি একা কিভাবে ?
- তারপরেও মানূষ একা ।
২| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২০
রাফা বলেছেন: হাজার/লক্ষ মানুষের ভিরেও সব মানুষ খুব একা।এই ধরিত্রিতে এসেছে যেমন একা আবার যাবেও একা।মাঝখানে যেটুকু সময় আপ্রাণ চেষ্টা হয় অনেক কিছু নিয়ে থাকার-সেই যুদ্ধেও মানুষ একাই।
৩| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:২৪
বিলুপ্ত প্রায় বলেছেন: ডিজিটালাইজড একা
৪| ০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ৩:০০
উল্টা দূরবীন বলেছেন: একা থাকার সুখ সবাই পায় না। ধন্যবাদ আপনাকে এবং আমার ব্লগে আমন্ত্রণ।
©somewhere in net ltd.
১|
০৯ ই ডিসেম্বর, ২০১৫ রাত ২:০৯
আজমান আন্দালিব বলেছেন: একা থাকার মাঝে আছে যে বিষাদ রাগিনী...