![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
.বিজয়ের এই আনন্দঘণ দিনে আমরা একবারো কি মনে করেছি শনির আখড়ার ভিক্ষুক ,বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান কে ? মানুষের কাছে হাত পেতে যার জীবন কাটে ।
যুদ্ধ করে এমন একটি দেশ তিনি চেয়েছিলেন ?
একবারো কি মনে করেছি একই পরিবারের ৩ বোনকে দিতে হয়েছিলো সম্ভ্রম ?
সালেহা বেগম, নাজমা বেগম ও লাইলী বেগম এরা কেমন আছেন , জানতে কি চেয়েছি ?
সম্ভ্রম হারানো এক বোনকে বিয়ে করেছিলেন বীর মুক্তিযোদ্ধা মোশারফ শেখ ।
একজন বীরাংগনাকে বিয়ে করে তিনি কি অপরাধ করেছিলেন ?
কেন তাকে সমাজচুত্য করা হয়েছিলো ?
তাদের জীবনের, যৌবনের শ্রেস্ট সময় অস্ত্র হাতে যুদ্ধ করে্ ,সম্ভ্রম দিয়ে আমাদের জন্য এই দেশটি এনে দিয়েছিলেন ।
আজ বিজয় দিবসের এই মাহেন্দ্রক্ষনে তাদের কথা খুব বেশী মনে পড়ছে ।
বিজয় দিবসের শুভেচ্ছা
©somewhere in net ltd.