নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

মধ্যরাতের ছড়া -২

২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ১:৫৪

মধ্যরাতের ছড়া -২
-মাসুদুল হাসান রনি


শীতার্ত রাত উত্তাপ খোজে
তোমার দুটো ঠোটে,
আলিঙ্গনের ক্ষুধায় দেহ
বারুদ হয়ে ফোটে !


আমার গ্লাসে তোমার গ্লাসে সোনালী জল ,বরফ কুচি
পিকক বারে সব একাকার তুমি আমি মেথর-মুচি !


.তোমায় ছাড়া দিনে রাতে নি:স্ব কেন লাগে
এই অনুভব হয়নি তো আর তোমায় চেনার আগে !


একদা
...........................
একদা ছেলেটি বলেছিলো
আমি তোমায় ভালোবাসি
মেয়েটি লজ্জায় লাল, নতমুখ তার
ঠোঠের কোনে লেগেছিলো হাসি
ছেলেটি তখন এগারো ক্লাস
বয়েস হবে সতেরো প্লাস
মেয়েটির লাল ফ্রক
ঝুটি বাধা চুল
নাঙ্গা পায়ে কুড়াতো শিউলী -বকুল ।
ছেলেটি আজ ভার্সিটি পাস , বেকার এম.এ
ভুলে গেছে প্রেম ,জীবন যুদ্ধে নেমে !

মেয়েটি সুদুর পল্লীগায়ে পেতেছে সংসার
বুকের ভিতর রিনিঝিনি ,প্রথম প্রেমের হাহাকার !

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ২:০১

রক্তিম দিগন্ত বলেছেন: সবগুলোই তো দেখি প্রেমের কবিতা। কোনটা মিষ্টি, কোনটা আক্ষেপের, কোনটা বিরহের। ভালই লাগলো। :)

২| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ রাত ৩:২০

রুদ্র জাহেদ বলেছেন: কবিতা মোটামুটি ভালো লেগেছে

৩| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৮:৪৩

জাহাঙ্গীর গুরু বলেছেন: "ছেলেটি আজ ভার্সিটি পাস , বেকার এম.এ
ভুলে গেছে প্রেম ,জীবন যুদ্ধে নেমে !

মেয়েটি সুদুর পল্লীগায়ে পেতেছে সংসার
বুকের ভিতর রিনিঝিনি ,প্রথম প্রেমের হাহাকার !"
সুন্দর লিখছেন ভাইডি।
তয় হাহাকার কি রিনিঝিনি কইরা বাজে? যদি এরকম হইত
"বুকের ভিতর চাতক তৃষ্ণা ,প্রথম প্রেমের হাহাকার !"

৪| ২৯ শে ডিসেম্বর, ২০১৫ সকাল ৯:৪১

কান্ডারি অথর্ব বলেছেন:


ভাল লাগা রইলো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.