![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Hasan Misbah অত্যন্ত মেধাবী ও পরিশ্রমী সাংবাদিক। একুশে টেলিভিশনে তার অসংখ্য প্রতিবেদন সাড়া জাগিয়েছিলো । যার কারনে জাতীয় পর্যায় সে বেশ কটি পুরস্কারে সম্মানিত হয়েছিলো । একুশে টেলিভিশনে কাজ করার সুবাদে মিসবাহ'র সাথে আমার সখ্যতা । যদিও আমি অনুস্টান বিভাগের তবুও মিসবাহের সাথে অল্পদিনেই আমার চমৎকার একটি সম্পর্ক গড়ে উঠে। এসাইনমেন্টে যাবার সময় কিংবা ক্যান্টিনে যেখানেই দেখা হত ওর মুখে হাসি লেগে থাকতো । মাঝেমাঝে আড্ডা হত ক্যান্টিনে । ও ছিলো দুর্দান্ত আড্ডাবাজ আর কমিটেড সাংবাদিক ।
এইরকম হাসিমুখের ছেলেটা বাইক দুর্ঘটনায় আহত হয়ে আজ হাসপাতালে শয্যাশায়ী। মারিয়ার কাছে এইকথা শোনার পর থেকেই মনটা ভীষন খারাপ হয়ে আছে ।
আজ মিসবাহ'র জন্মদিন। তবুও শুভেচ্ছা , দ্রুত আরোগ্যলাভ করুক এ কামনা করি ।
বি:দ্র: কাওরানবাজারের পেট্রোবাংলার সামনে ৩ জানুয়ারী রোববার সন্ধ্যায় মিলিত হয়েছিলো মিসবাহ'র সহকর্মী ও শুভানুধ্যায়ীরা ।বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ওর বন্ধুরা মিলে মিসবাহ'র সুচিকিৎসার জন্য প্রাথমিক তহবিলটা গঠণ করেছে। মিসবাহ'র সুচিকিৎসার জন্য প্রচুর অর্থের প্রয়োজন ।যদি সম্ভব হয়, মিসবাহ'র পাশে এগিয়ে আসার আহবান জানাই। তা না পারলেও অন্ততঃ সহযোদ্ধা হয়ে এই মিছিলে মানবতার জয়গান গাইতে আসুন ।শুরু নতুন এক স্বপ্নের- একজন সাহসী যোদ্ধাকে স্বাভাবিক জীবণে ফিরিয়ে আনার।
হাতে-হাত মিলে অনেকগুলো হাত এক হলে সুস্থ হয়ে উঠবে সে।
ভয় নেই ,পাশে আছি মিসবাহ।
মিসবাহ পঙ্গু হাসপাতালের ২০৮ নম্বর কেবিনে চিকিৎসাধীন আছেন।
যোগাযোগ- ০১৭১৯৩০৩৪০৩
©somewhere in net ltd.