নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আসুন ধর্মান্ধ শক্তিকে রুখে দাঁড়াই

১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৩:০৯


মিশরের কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয়ের একজন মুসলিম নারী অধ্যাপক সুয়াদ সালেহ দাবী করেছেন, অমুসলিম নারীদের ধর্ষন করা বৈধ। '
লজ্জা ! লজ্জা ! লজ্জা!
পাল্টা যুক্তি দিয়ে যদি বলি, যে কোন অমুসলিম প্রধান দেশের নাগরিকদের চোখে মুসলমানরাও বিধর্মী । তারা যদি এখন বলেন, মুসলিম নারীদেরও ধর্ষন করা ন্যায় সংগত !
সেটা কি খুব অন্যায় বা অশোভনীয় হবে?
নিকট অতীতে আমরা বসনিয়া -সার্বিয়ানদের যুদ্ধে ' জাতি শুদ্ধি ' অভিযানের নামে সার্ব ও ক্রোটদের হাতে কয়েক হাজার বসনিয়ান মুসলিম নারীদের ধর্ষন হতে দেখেছি। আমাদের মহান মুক্তিযুদ্ধে ধর্মের নামে পাকিস্তানীরা গনিমতের মাল আখ্যা দিয়ে আড়াইলক্ষ মা -বোনকে ধর্ষন করেছে।
সে খ্রিস্টান বা মুসলিম যেহোক , যার যখন প্রয়োজন তখন তারা ধর্মকে নিজের খেয়াল খুশী মতন ব্যবহার করেন।
এইসব ধর্মান্ধরা যখন এধরনের ফতোয়া দেন , তখন একজন মুসলিম, একজন মানুষ হিসেবে নিজেই লজ্জা পাই।
আসুন সকল ধর্মের মৌলবাদ, ধর্মান্ধ শক্তিকে রুখে দাঁড়াই ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৬ বিকাল ৪:৫৫

গোধুলী রঙ বলেছেন: এই রকম একটা ব্যাপার, আর সেটা দুনিয়ার কোন লিডিং নিউজ পেপার লিখলো না, সমস্ত গুগল ঘেটে অন্তত পেলাম না, পেলাম কিছু আল-বাল-ছাল নিউজ সাইট আর কিছু ফেসবুক লিংক।

বড় মিথ্যাবাদী হবার জন্য এটাই যতেষ্ট যে কোন খবর শুনলো আর তা যাচাই বাছাই না করেই প্রচার করলো।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৬ সন্ধ্যা ৬:৫৮

আরণ্যক রাখাল বলেছেন: ওদের কী রুখবেন! যখন দেশের ৯০% লোক ধর্মান্ধ
তেতুল আছে এদেশে, আছে তার কোটি কোটি সমর্থক| আর বিশাল একটা গোষ্ঠি এটাকে ঠিক বলেই মনে করে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.