![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এই ফাগুনেও
- মাসুদুল হাসান রনি
পঁচাশি সালের পহেলা ফাগুন
টগবগে তারুন্যে ছিল আগুন
ছাত্ররা কাঁপিয়েছিলো রাজপথ
ভুলে গিয়ে অনৈক্য, ভিন্ন মত
মিছিলে মিছিলে শ্লোগানে ভয়
স্বৈরাচারের হয় নৈতিক পরাজয়
পেটোয়া পুলিশ চালালে গুলি
রাউফুন বসুনিয়ার উড়ে খুলি
ইস্পাত ঐক্যে স্বৈরাচারের ভিত
নাড়িয়ে দিয়ে, ছাত্রদের হয় জিত।
ভুলিনি এই ফাগুনেও তোমাদের
স্মরন করি এবং শ্রদ্ধা জানাই ফের।
--------------------------------
১৩.০২.২০১৬
এবিসি রেডিও
ঢাকা
©somewhere in net ltd.