![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লিখতে ইচ্ছে করে না।
ইদানীং কিছুই পড়তেও ইচ্ছে করে না ।
কারো সাথে কথা বলতেও কেমন অনীহা চলে এসেছে । বেশ কিছুদিন যাবত ফোন যদিও কম আসে, তারপরও সে সব ফোন রিসিভ করার আগ্রহ হারিয়ে ফে্লেছি । আগের মতন ফেসবুকে খুব একটা বসি না, বসলেও সার্ফিং করতে ইচ্ছেটাই কেমন মরে গেছে । প্রতিদিন যাদের সাথে দেখা হয় বা হতো তাদেরকেও এড়িয়ে চলার প্রবনতা বেড়ে গেছে ।
কি হবে লিখে?
কি হবে কথা বলে?
কি হবে আপনার , তোমার বা তোর ফোন রিসিভ করে?
কেনই বা ফেসবুকে বসে বুঁদ থাকবো?
কেনই বা আপনার , তোমার বা তোকে দেখলেই কুশল বিনিময় করতে হবে ?
-জানি না । কিছুই এখন আর ভাল লাগে না ।
এই যে এতো অনীহা ,এতো অনাগ্রহ এর কারন নিশ্চয়ই আছে । আপনি , তুমি বা তুই বলবি , এ আমার অভিমান বা ক্ষোভ ।
হয়তো বা ।
অথবা না ।
দুটোর একটা কিছু হবে ।
আবার এ ভালো না লাগাটারও একধরনের ভালোলাগা আছে ।
হেয়ালী বা খামখেয়ালিপনা নয় , সত্যি বলছি ,নিজের ভিতর ডুবে যেতে যেতে্... টুপ করে ডুবে যেতে বা হাওয়া হয়ে যেতে ইচ্ছে করছে!
তবে কারো প্রতি কোন অভিযোগ রেখে নয় ।
থুক্কু , মনে পড়েছে ।
একজনের প্রতি চরম ভালোবাসা ছিলো । ছিলো চরম অভিমানও , সেটা এখন নিজের প্রতি হয়ে গেছে । নিজ অভিমানে হয়তো নিজেই যাবো ডুবে !
এক পা
দু' পা...করে চলেই যাচ্ছি দূরে
বহুদুরে......
দূরে............
-----------------------------------------------------------------
২৭.০৩.২০১
চাষাড়া
©somewhere in net ltd.
১|
২৭ শে মার্চ, ২০১৬ সকাল ৮:৩৪
বিজন রয় বলেছেন: আপনি হতাশায় আছেন।
নতুন কিছু শুরু করুন যেটা আপনার ভাল লাগে।
ধন্যবাদ।