নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

হিরো আলম , অভিবাদন আপনাকে

২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১০:৫৪


আমরা সবাই মুখে মুখে প্রগতিশীলতার কথা বলি। উদার মানবতাবাদের কথা বলি। কিন্তু কদাকার মানে কালো, গাল ভাংগা, চিমসে এবং লিকলিকে দেহের ' হিরো আলম' কে নিয়ে ব্যংগ, বিদ্রুপ করতে ছাড়ছি না। সোশ্যাল মিডিয়া ও গণমাধ্যমে গত বেশ কিছুদিন যাবত হিরো আলমকে নিয়ে যা হচ্ছে, তা মোটেও শোভনীয় নয়।
একটা প্রশ্ন, হিরো আলমের চেহারা যদি হৃস্টপুস্ট হতো, গায়ের রং ফর্সা হলে কি এরকম সমালোচনা করতেন?
আপনারা যারা নিজেদের শিক্ষিত, প্রগতিশীল পন্ডিত মনে করেন, তারা তো উদার মানবতাবাদী হবার কথা ছিলো! কিন্তু আপনাদের আচরণ দেখে মহাবিরক্ত হচ্ছি।
আপনি বা আমি সুন্দর মুখচ্ছবি বা দেহ নিয়ে পুলকিত হই। আচ্ছা একবার কি ভেবেছেন , এই সুন্দর মুখটি যদি কোন কারনে ঝলসে যেত বা কালো কদাকার হতো , তখন তাকে কি পছন্দ করতেন?
কখনোই তা করতেন না । বোঝা যাচ্ছে , সুন্দর হলেই আপনাদের কাছে আলমের কদর আরো বেশি হতো।
এরকম নিরীহ, শ্যন্ত ও সাহসী ছেলেটির পিছনেও একধরনের মানুষ ' হিরো আলম'কে নিয়ে বিদ্রুপ ও টীকা টিপন্নি কাটছে, যা কখনোই সভ্য আচরনের পর্যায় পড়ে না।

আসলেই সে নিরীহ গ্রাম্য একটা ছেলে। স্বপ্নই তার হিরো হওয়া। যে কারনেই নিজের উদ্যোগে ভিডিও করেছে। কে কি ভাববেন, তা তিনি ভাবেননি। এক ভিডিওতে লক্ষ লক্ষ মানুষের নজর কেড়েছেন। এক অর্থে তিনি সুপার হিট। । অথচ আপনি বা আমি এ চেহারা নিয়ে অভিনয় করার সাহসই পেতাম না। হিরো আলমের সাথে আমার- আপনার পার্থক্য হচ্ছে সে আত্মবিশ্বাসী। পাছে লোকে কে, কি বললো থোড়াই কেয়ার করতে পারে। তাই হিরো আলম ,আপনাকে আমার অভিবাদন ।
আমরা যে আনন্দের জন্য আজ হিরো আলমকে নিয়ে টানাটানি করছি, তা কোনভাবে গ্রহনযোগ্য নয়। উপরে থুতু ফেললে তা নিজের শরীরেই পড়বে। মনে রাখবেন , সাহসী বলে এবং নিজের প্রতি তার আত্মবিশ্বাসের জোরেই আজ হিরো আলম আপনার নজর কেড়েছে। যে সাহস বা আত্মবিশ্বাস আপনার নেই।
হিরো আলমকে সবার আগে একজন মানুষ হিসেবে দেখার চেস্টা করেন। তার গুন , দোষ নিয়ে আলোচনা -সমালোচনা করেন। তার চেহারা, ভাষা ও পোষাক নিয়ে সমালোচনা করে নিজেকে ছোট করবেন না। তার অভিনয়ে ত্রুটি থাকলে কথা বলুন। কিন্তু চেহারা, পোষাক নিয়ে অহেতুক বির্তক করবেন না।
জয় হোক মানুষের
জয় হোক মানবতার।

মন্তব্য ১৩ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১২

প্রথমকথা বলেছেন:



জয় হোক মানুষের
জয় হোক মানবতার।


লেখকের সাথে সহমত,
কাউকে ছোট করে দেখার আগে নিজেকে বুঝতে হবে , সুন্দর কাকে বলে? আমি সার্বিক সুন্দরের পক্ষে, তাই আমি সাপোর্ট করি হিরো আলম কে। সুন্দর পোষ্ট করার জন্য ধন্যবাদ।

২| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

অনন্যা ইসলাম বলেছেন: যেদিন থেকে এই মানুষটা কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল সেদিন থেকেই লজ্জা পাচ্ছি। আমরা আসলেই আর মানুষ নেই ।

৩| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:১৬

অনন্যা ইসলাম বলেছেন: যেদিন থেকে এই মানুষটা কে নিয়ে সোশ্যাল মিডিয়াতে ঝড় উঠেছিল সেদিন থেকেই লজ্জা পাচ্ছি। আমরা আসলেই আর মানুষ নেই ।

৪| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:২৪

রিফাত_হাসান বলেছেন: আপনাকে ধন্যবাদ এই পোস্টের জন্য। দুদিন আগেও একজনের পোস্টে মন্তব্য করেছিলাম। তার কথাটা ছিল 'হিরো আলম' ভাগ্যের জোড়ে বিখ্যাত হয়েছেন। কিন্তু আমরা এটা দেখছি না যে তিনি নিজ উদ্যোগে ভিডিও বানিয়ে হিরো হয়েছেন।

প্রচলিত সংজ্ঞায় উনি স্মার্ট না হলেও ( যারা স্মার্ট বলতে শার্ট ইন করে পরাকে বোঝে, যদিও ওইটা স্মার্টনেস না, ওটাকে ফ্যাশন সচেতনতা বলে) তাঁর কাজে স্পষ্টত স্মার্টনেসের ছাপ রয়েছে। তাঁর দিক থেকে তিনি ১০০% দিয়েছেন। বাকিটা আমরা করে দিচ্ছি।

৫| ২৮ শে জুলাই, ২০১৬ সকাল ১১:৫৫

রুবু রুবু বলেছেন: জয় হোক মানুষের
জয় হোক মানবতার

শতভাগ সহমত!

৬| ২৮ শে জুলাই, ২০১৬ বিকাল ৫:৫০

গিয়াস উদ্দিন লিটন বলেছেন: অনেক শিক্ষিত সচেতন ব্লগারও আলম কে নিয়ে হাসাহাসি করছে , আমি লজ্জিত !!!

৭| ২৮ শে জুলাই, ২০১৬ সন্ধ্যা ৬:৩২

এস,এম,মনিরুজ্জামান মিন্টু বলেছেন: হিরো আলম; দ্য রিয়েল হিরো!

৮| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:২১

প্রামানিক বলেছেন: হিরো আলম সম্পর্কে আগে ধারনা ছিল না। আজকেই প্রথম তার ভিডিও দেখলাম। চেহারা যাই হোক মেধাবী এবং সাহসী বটে। নিজের চেষ্টায় বিশ্বের কাছে পরিচিত হওয়াটা কম কথা নয়। আমি তাকে স্যালুট জানাই।

৯| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:২৮

জেন রসি বলেছেন: সব মানুষই কোন না কোন ভাবে হিরো হতে চায়। হিরো হতে চাওয়া দোষের কিছুনা। আপনার পোস্টের কনসেপ্টের সাথে সহমত পোষণ করছি।

১০| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১০:৪৯

বন্যলোচন বলেছেন: সোহোমোট।

ধুত্তর, সহমত।

১১| ২৮ শে জুলাই, ২০১৬ রাত ১১:০৬

গেম চেঞ্জার বলেছেন: পোস্টের কনসেপ্ট ওকে!!!!!! কিন্তু আলমের কোন দোষ নাই! আমি আমাদের জাতিগত দৈন্যতা দেখে চমকিত!!!!!! আর বেশি কিছু বললাম না।

১২| ২৯ শে জুলাই, ২০১৬ সকাল ১০:২৬

মাদিহা মৌ বলেছেন: সে কিন্তু এত সব ব্যঙ্গ বিদ্রুপের তোয়াক্কা না করে নিজের স্বপ্নগুলি পূরণ করে যাচ্ছে …

১৩| ৩০ শে জুলাই, ২০১৬ রাত ২:২৫

জাহাজী বলেছেন: লোকটার সাহস আছে বটে!!!

এতো অপমান, এতো লাঞ্ছনা, এতো ব্যঙ্গ-বিদ্রুপ সব সহ্য করে নিজের মতো করে এগিয়ে যাচ্ছে। "হিরো আলম" ভাই রিয়েল লাইফ হিরো। মানতে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.