নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অধিকার হরণের প্রতিবাদ কে করবে?

১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:৪১


প্রিয়,কমের সাংবাদিক জাহিদ জন লিখেছেন ,‘গুজব’ শব্দের আর কোন অর্থ আছে কী?
বাংলা একাডেমীর অভিধান তো বলছে ‘ভিত্তিহীন রটনা’ বা ‘জনশ্রুতি’।
তার এ লেখার সুত্রধরে লিখছি ।
“অতি সম্প্রতি বাংলামেইল একটি ভিত্তিহীন মৃত্যু সংবাদকে সোর্স হিসেবে নিয়ে শিরোনামে গুজব শব্দ যোগ করে খবর প্রকাশ করেছে। খবরের ভিতরে ওই সংবাদের সমালোচনা ছাড়াও গুজব ছড়ানো এসব অনলাইন বন্ধে বিটিআরসির করনীয় সম্পর্কেও তাদের বক্তব্য ছেপেছে।
আমার প্রশ্ন হচ্ছে এটা কিভাবে অসত্য খবর হয়! আমার মনে হয় যারা এটাকে অসত্য খবর বলছেন তারাই মিথ্যা বলছেন।
তারপরেও যদি বাংলামেইল অপরাধ করে থাকে সেটা তো তদন্তাধীন বিষয়। তদন্ত করবার আগেই যেভাবে তাদের আটক করা হয়েছে, প্রতিষ্ঠানে তালা দেয়া হয়েছে, কোমরে দড়ি দিয়ে যেভাবে আদালতে তোলা হয়েছে তা সভ্য দেশে হতে পারে না। ”

একই সাথে খুব জানতে ইচ্ছে করছে ,আমাদের অগ্রজ সাংবাদিক নেতা ভাইয়েরা কোথায় ?
যারা অহরহ গলাবাজি করেন সাংবাদিকের অধিকার প্রতিস্টার কথা বলে ! ‍
আজ তারা কোথায় ?
যেখানে যুদ্ধাপরাধীদের হাতকড়াবিহীন আদালতে হাজির করা হয় , সেখানে সাংবাদিককে দড়িতে বেধে গরুর মত আদালতে হাজির করা হয়েছে। সেই ছবি ইতোমধ্যে সবাই দেখেছেন । লজ্জায় ক্ষোভে মাথানত হয়ে আসছে ।
এর পরও আপনারা নিশ্চয়ই ভাবছেন, আমাদের কি ই বা করার আছে!
মাঝে ৩০/৩৫টি অনলাইন বিজ্ঞপ্তি দিয়ে বন্ধ করা হয়েছিল, সেগুলি নিয়ে আপনাদের অবস্থান থাকতেই পারে্ । তবে সাম্প্রতিক সময়ের এই আটক নিয়ে কি কিছু বলার নেই আপনাদের?
অাপনাদের চোখে তারা কি সাংবাদিক নয়?
সাংবাদিকের নামে তারা কি আসলে দূবৃত্ত ছিল?
যদি তা না হয় তাহলে এদের পক্ষে বিবৃতি দেন্ ।
যদি তাও না করতে চান তাহলে বলেন যে, এ ধরনের সাংবাদিকদের ব্যাপারে নেতারা আগেও কিছু বলেনি এবং আজো কিছু বলবেন না।
এখন প্রশ্ন একটাই , সাংবাদিকের অধিকার হরণের প্রতিবাদ কে করবে? ‍
সবার মনে রাখা উচিত , সময়টা যে রকম যাচ্ছে আগামীতে হয়তো দড়িটা যে কারো হাতে ও কোমড়ে বাধা পড়তে পারে ।
আপনাদের কাছে একটাই অনুরোধ, দলবাজী, তোষামোদী বাদ দিয়ে সত্যিকার অর্থে সাংবাদিকের অধিকার রক্ষায় সোচ্চার হন।

মন্তব্য ১ টি রেটিং +১/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০১৬ বিকাল ৫:২৩

যমুনার চোরাবালি বলেছেন:



সংবাদ ও সাংবাদিকদের বর্তমান অবস্থাতো আমরা দেখতেই পাচ্ছি। সেই সাথে আরও অনেক কিছুই দেখতে পাচ্ছি। ঠিক সেভাবেই দেখতে পাচ্ছি যেভাবে বর্তমান মিডিয়াগুলো দেখেও দেখতে পায়না শুনেও শুনতে পায়না। একসময় জানতাম সাংবাদিকরা খুবই পাওয়ারফুল, চাইলেই ৮ মাত্রার ভূমিকম্প বানিয়ে ফেলতে পারে অথচ সময়ের সাথে সাথে বুঝেছি যে ওসব মিথ্যা ও বানোয়াট... আসলে একটি সরকার ও তার প্রশাসনই চাইলে সবকিছু করতে পারে, সেটা ভুমিকম্প হোক বা সুনামি... ''অর্ডিনারি পিপল ইজ অলওয়েজ অর্ডিনারি, দে হ্যাভ নাথিং টু ডু''। আম পাবলিকের কোনরকমে বেঁচে থাকাটাই বড় বিষয়।

অন্যায়ভাবে ধরা হলে তাদের ছেড়ে দেওয়া হোক, এমনই দাবি। শুভেচ্ছা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.