নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

লিরিকময় দুপুর

১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৩:৪০

লিরিক-১

নিজেকেই চিনতে পারিনি আজো
অভিমানী বালিকা , তোমাকে চিনবো কি করে !
------------------
১০.০৮.২০১৬
জামতলা

লিরিক -২

ভালোবাসায় সব কিছু হয়ে যায় প্রিয়
আমার চোখে যেমন তুমি অদ্বিতীয় !
--------------------
১০.০৮.২০১৬
জামতলা

লিরিক-৩

ভাষার বণর্নায় তুলে আনা কঠিন তোমাকে কণ্যা
শুধু বলি রুপে নয় , সৌন্দয্যেও তুমি অনন্যা।
------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক -৪

কোন কারন ছাড়াই যখন দেখি তোমার বিষন্ন কালো মুখ
পৃথিবীটা দুলে ওঠে আমার হারায় সব আনন্দ ও সুখ ।
-------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক- ৫

ভুলতে চেয়ে পারিনি , তুমিও পারো না
তাই বলে কি আবার আসবো ? এ যে ভুল ধারনা !
------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক-৬

ছেড়ে যাবার সময় তুমি বড্ড রকম ক্ষতি করে গেছো আমার
পরিপাটি ঘর এলোমেলো আজ, ঠিক থাকে না কাপড়- চোপড়, জামা'র!
--------------------------
১১.০৮.২০১৬
জামতলা

লিরিক-৭

যে শহরে তুমি নেই , সেই শহর আমার কাছে মৃত
তুমিহীনা সবই বিষময়, এমন কি জল, সুধা, অমৃত।
----------------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক-৮

তুমি দিয়েছিলে ভালোবাসা , আমি কেঁড়েছিলাম লজ্জা
বন্ধুর বাসায় রুম ডেটিংয়ে হযেছিল প্রথম বাসর শয্যা!
--------------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক-৯

আমাকে বাঁধবে আচঁলে তোমার এমন আচঁল কই
যদি ভালোবেসে নাও টেনে বাঁধা পড়বো নিশ্চয়ই ।
---------------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক -১০

তোর জন্য কি হয়েছিলাম ঘরছাড়া, তোর জন্য কি দেশান্তরি
সেই তুই পাখির মতন উড়ে গেলি, ফেলে সব স্মৃতির ছড়াছড়ি।
------------------------------
১২.০৮.২০১৬
গলাকাটা

লিরিক - ১১

ভালোবেসেই কেউ কেউ খুনি হয়
কেউ আবার দেবদাস, কবি, গুনি হয়!
--------------------------
১২.০৮.২০১৬
গলাকাটা

লিরিক -১২

তোমার প্রতি আমার ছিল ভালোবাসার ভীষন ব্যাকুলতা,
কি লাভ বলো বেঁচে থাকায়, তুমিহীনা চাই না অমরতা !
---------------------
১২.০৮.২০১৬
জামতলা

লিরিক-১৩

ছিলো তোমার আমার ভালোবাসা, তোমার আমার প্রেম
সব কিছু হায় রঙিন ছিলো, স্বপ্নের ভিতর ডুবেছিলেম !
---------------------------------
১৩.০৮.২০১৬
বারিস্তা লাভাজ্জা
কারওয়ান বাজার, ঢাকা

লিরিক -১৪

তোমার অবহেলা আমায় বাধ্য করেছে প্রেমের কবর খননে,
বিষাদমুক্ত হতে বিষের পেয়ালায় চুমুক দিয়ে আত্মহননে !
-----------------------------
১৩.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৫

নির্ঘুম এ রাতে জেগে আছে শ্রাবনের চাঁদও
হুইস্কিও ব্যর্থ ঘুচাতে অন্তরের বিষাদও!
-------------------
১৩.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৬

আমি বললাম চলো পদ্মায় । তুমি বললে থাক
আর কটা দিন পরেই যাবো, বিয়েটা হয়ে যাক।
---------------------
১৩.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৭

যতোটা না ক্ষিপ্রগতির বাঁদর ছিলাম, তুমি ছিলে উল্টো ধীর স্থির শামুক
ব্লাউজের বোতাম, ব্রা'র হুক খুলে আবিস্কারের নেশায় ছিলাম আমি বড্ড কামুক!
----------------------------------
১৪.০৮.২০১৬
জামতলা

লিরিক - ১৮

আমাকে ভুলতে তোমার সময় লাগেনি এক মুহুর্ত
আমার লাগছে সময় মুছে দিতে সব, দুরবীন সম দুরত্ব !
-------------------------
১৫.০৮.২০১৬
জামতলা

লিরিক -১৯

কি এমন জাদু ছিলো তোমার দু' চোখের নিরব চাউনিতে
নিমিষেই হৃদয় পুড়ে যায় , আগুন লাগে সেনা ছাউনীতে।
-------------------------
১৬.০৮.২০১৬
জামতলা

লিরিক -২০

আমি না হয় কস্ট চেপে এলোমেলো ভবঘুরে করছি জীবন যাপন
সুখী হতে পেরেছিস কি তুই ভুলে আমায় নি:সঙ্গতাকে করে আপন?
--------------------------
১৬.০৮.২০১৬
জামতলা

লিরিক -২১
যাও পাখি বলো তারে
সে যেন ডুইবা মরে !
--------------------------
১৬.০৮.২০১৬
জামতলা

লিরিক -২২

আকাশজুড়ে ঘন কালো মেঘ জমেছে এই বুঝি নামলো বৃস্টি
আজকে না হয় ভিজবো দুজন , আসুক জ্বর, হোক না কিছু অনাসৃস্টি!
-----------------------------
১৭..০৮.২০১৬
জামতলা

লিরিক -২৩

সেই তুমি অচেনা হলে হৃদয় থেকে শরীরের সব আবিস্কৃত-
সত্য জেনেছিলাম বলেই স্বপ্ন ছিল ঘরের, সমস্তই আজ মৃত!
-----------------
১৮.০৮.২০১৬
জামতলা

লিরিক-২৪

ভালোবেসে ভুল করিনি , এখন কেনো অপাঙতেয় ভাবছো এই অামাকে
খোদার কসম ,অানবো তুলে । পারলে ঠেকায় ,বলে দিয়ো তোমার বাবা-মাকে ।
----------------------------
১৮.০৮.২০১৬
বাংলামটর

----------------------------------------------------------------------------------------------------------------
বঙ্গবন্ধু
-মাসুদুল হাসান রনি

কাঁদছে আকাশ কাঁদছে বাতাস
কাঁদছে নদী কার জন্য?
জনক বিহীন সব যেন আজ
বিরান ভুমি , অরন্য।
----------------------
১৫ . ০৮.২০১৬
জামতলা

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০১৬ বিকাল ৪:০৮

সুমন জেবা বলেছেন: ভাষার বণর্নায় তুলে আনা কঠিন তোমার এই লিরিক
এ তো শুধু লিরিক নয় , এ যে ছন্দের ঝিলিক।

২| ১৮ ই আগস্ট, ২০১৬ রাত ৮:১৭

ফরিদ আহমাদ বলেছেন: ২,১৯,২২
অসাধারণে অসাধারণ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.