নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ফিরবো হয়তো শঙ্খচিলের বেশে

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৩

আমার পরিচিত অনেক বন্ধু, পাড়া পড়শীকে দেখেছি সাম্প্রদায়িক দাংগার বেদনা নিয়ে চোখের জলে ভাসতে ভাসতে দেশত্যাগ করেছেন। অনেকেই ব্যবসা- বানিজ্য ও প্রচুর ভুসম্পত্তি রক্ষা করতে পারেনি সংখ্যাগরিস্টের লোভাতুর চোখের কাছে।প্রান রক্ষায় সম্পত্তির মায়া ত্যাগ করে এবং সোমত্ত কন্যার সম্ভ্রম বাঁচাতে রাতের আধারে এককাপড়ে দেশ ছেড়ে গেছেন। রাজীব, শ্যামল, চন্দন ছিল আমার বন্ধু। হারাধন কাকু, লতা মাসি বা অর্চনাদিরা অনেক কস্টে দেশ ছেড়েছেন। হয়তো ওপাড়ে গিয়ে ভাল আছেন। কিন্তু তাদের হৃদয় ভেঙ্গে যায় যখন বাংলাদেশের কথা মনে পড়ে ।
দেশ দেশ করে এখনো হারাধন কাকু চোখের জলে ভাসেন।এসবই শুনি বন্ধু, ছোটভাই বলরাম দাস ওরফে সুজনের কাছে।
ফোনের এ প্রান্তে আমি চুপ করে থাকি।
বুক চিরে দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে।
ফোস রেখে কিছুক্ষন স্তব্ধ হয়ে থাকি।
ওকে বলতে পারি না তোর মতন সংখ্যালঘু না হয়েও চাপা কস্ট, অভিমানে অামি দেশ ছেড়ে যাচ্ছি।
হয়তো কখনো ফিরবো শঙ্খচিলের বেশে !

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২৭

চাঁদগাজী বলেছেন:



ওরা একা নয়, ৮/১০কটোো বাংগালীও ক্রীত দাস হয়ে আরব, মালয়েশিয়া ঘুরে এসেছে ও ঘুরছে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.