নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

সবুজ পাসপোর্ট বিড়ম্বনা-২

১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৫:৪৬


২০১৩ সাল ।
সেপ্টেম্বরের মাঝামাঝি সময় অামি যাচ্ছি ইউরোপে। এবার অামার গন্তব্য ফ্রান্স ।যদিও অামি সেনজেন ভিসা নিয়েছি ঢাকার জার্মান এম্বেসী থেকে।কিন্তু বিশেষ কাজে অাগে অামাকে প‌্যারিস যেতে হবে। কাজ শেষ করে তারপর বার্লিন যাবো।
ভিসা হবার পর একদিন এনামুলকে বললাম , হাতে তেমন একটা টাকা পয়সা নেই। তুমি দেখো কমে কোন টিকেট পাওয়া যায় কিনা ।
একদিন পরেই অনেক ঘাটাঘাটি করে এনামুল বললো , খুব সস্তায় টিকেট পাওয়া গেছে ।মালয়েশিয়ান এয়ারের।
এনামুলের উপর অামার অগাধ অাস্থা । ও অামার বিদেশযাত্রা নির্বিঘ্ন করার জন্য সবসময় টিকেট কনফার্ম করা, ইউরো-ডলার কেনা ,হোটেল বুকিং সবকিছু করে দেয় । যাহোক এবার অামার টিকেট কাটা হয়েছে মালয়েশিয়া এয়ারের । কিন্তু সস্তার যে তিন অবস্থা ,তা হাড়ে হাড়ে টের পেয়েছি কুয়ালালামপুর এয়ারপোর্টে ট্রানজিটের সময় । এজন্য অবশ্য এনামুলকে কোনভাবেই দায়ী করা যাবে না ।
সন্ধ্যা সাড়ে সাতটায় ঢাকা এয়ারপোর্ট হতে মালয়েশিয়ান এয়ার কুয়ালালামপুরের উদ্দেশ্যে ছেড়ে যায় । বাংলাদেশ সময় রাত সাড়ে বারোটায় কুয়ালালামপুর পেৌছে যাই নির্বিঘ্নে।এখানে দেড়ঘন্টার ট্রানজিট। অামি যথারীতি ইমিগ্রেশন শেষে ফ্লাইট শিডিউল চেক করে নেই।ফ্লাইট নাম্বার-৭৮৩ । গেইট নাম্বার ৭ । ডেসটিনেশন প‌্যারিস ।
হাতে তখনো ৫০ মিনিট সময় অাছে।কফি খেয়ে স্মোকিংজোনে ঢুকে পরপর ২টা সিগারেট টেনে এয়ারপোর্টের ভিতর এদিক ওদিক ঘুরে ছবি তুলে ফেসবুকে পোস্ট করি। টুং শব্দ হতেই ট্যাবের স্ক্রীনে ভেসে উঠে একজনের মেসেজ। প্লিজ লুক এট ইয়োর বিহাইন্ড । দেয়ার ইজ এ ম্যাক কসমেটিক্স শোরুম।
অামি ঘুরেই চমকে উঠি । সত্যিতো !

বহুবার অামি বিভিন্ন দেশে এই ম্যাকের শোরুম খুঁজেও পাইনি বলে তাঁর জন্য ম্যাক প্রোডাক্ট অানতে পারিনি। এজন্য অবশ্য তাঁর চেয়ে অামারও মর্মবেদনা কম ছিলো না ! দ্রুত শোরুমে ঢুকে বেশ ক'টি প্রোডাক্ট কিনেই অাবার ছবি তুলে ফেসবুকে ইনবক্স করে দেই ।
প্লেন ছাড়ার দশ মিনিট অাগে সিকিউরিটি চ্যানেল পার হয়ে টার্মাকের দিকে এগুতে এক নাকবোঁচা চাইনীজ বংশোদ্ভুত মালয় সিকিউরিটি অফিসার অামার পথরোধ করে দাঁড়ায় । বিনীতভাবে অামার পাসপোর্ট ও বোর্ডিং কার্ড দেখতে চাইলে বিনাবাক্যে দুটোই নাকবোঁচার হাতে তুলে দেই।
অামার এটাচড দুটো পাসপোর্টের সব পাতা উল্টেপাল্টে দেখতে লাগলো । যতোই সে পাতা উল্টায় ততোই তাঁর ভ্রু কুঁচকে অাসতে লাগলো। ১৩/১৪টা সেনজেন ভিসা, অামেরিকার ভিসা তখন অামার পাসপোর্টে শোভাবর্ধন করছে। ঘুরে ফিরে সে বারবার অামার চেহারা দেখে । নাকবোঁচার কান্ডকারখানায় অামি বেশীক্ষন ধৈর্য্য রাখতে পারি না।
- হোয়াট হ্যাপেন্ড মি: ? এনিথিং রং?
- নো স্যার । বাট ইউ অার বাংলাদেশী গাই ! অাই কান্ট বিলিভ , ইউ অার ফ্রিকোয়ান্টলি ট্রাভেলিং অলওভার ওয়াল্ড !
-সো হোয়াট ! ডু ইউ থিংক , বাংলাদেশি পিপল কামিং অনলি মালয়েশিয়া ? দে ডোন্ট গো টু ইউরোপ অর রেস্ট অফ ওয়াল্ড ?
নাকবোঁচা অামার কথার ধরনে সম্ভবত ভয় পেয়ে যায় । দ্রুত পাসপোর্ট ও বোর্ডিং কার্ড ফেরত দিতে পারলেই যেন বাঁচে। অামার হাতে এসব দিয়ে বেশ ক'বার স্যরি টরি বলে সামনে থেকে সরে যায় ।
ফ্লাইট ৭৮৩ অাবার যাত্রা শুরু করে । গন্তব্য প‌্যারিস। ফ্লাইটে অামার প্রথম কাজ হচ্ছে খাওয়া শেষ করে লম্বা ঘুম দেয়া । কম্বল টেনে ঘুমের যখন অায়োজন করছি তখনই বড় ধাক্কা খেলাম।সিট মনিটরের স্ক্রীনে ম্যাপ শো করছে। সেখানে বাংলাদেশের ম্যাপ ।হায় হায় এই ফ্লাইট দেখি বাংলাদেশের উপর দিয়ে যাচ্ছে ! ৪+৪=৮ ঘন্টার বাড়তি সময় লাগবে অাগে জানলে সস্তার টিকেট কিনতামই না !

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৬:০৬

যোগী বলেছেন:
আরে আমিও একবার দুইটা হাতি মারছি, পাঁচটা ঘোড়া মারছি আর বাঘটাতো আমাকে দেখে ভয়েই হার্ট ফেল করেছে হা হা হা

২| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৬

চাঁদগাজী বলেছেন:





বিদেশে তো আপনি একা যাওয়া আসা করেন, তাই ১৭ কোটীর সমস্যা আপনার উপর চাপিয়ে দেয়া হয়েছে।

৩| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৮

চাঁদগাজী বলেছেন:





১০০০ ডলারের কিউবান পাসপোর্ট বিক্রয় হয় পাকিস্টানে, সামান্য স্পেনিশ বলতে পারলে জীবন সহজ হয়ে যাবে; "কে পাছা, আমোর?"

৪| ১৯ শে সেপ্টেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩২

ভ্রমরের ডানা বলেছেন: আই সে আমোর পাস! ডি লে গুই?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.