![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছেলেটা অসম্ভব ভালবেসেছিল মেয়েটিকে। কিন্তু ছেলেটা কখনো জানতেই পারলো না কেন তার সুন্দরী গার্লফ্রেন্ড বা প্রেমিকা তাকে ছেড়ে চলে গেল! কয়েক বছরের সম্পর্ক হঠাত কেন ভেংগে দিল মেয়েটি?
বহুবার ফোনে চেস্টা করেও মেয়েটির কোন সাড়া শব্দ না পেয়ে ফেসবুকের ইনবক্সে বিশাল ম্যাসেজ লিখে। অনেক অনুনয় করে ফিরে আসার আকুতি জানায়। এতে কোন কাজ হয় না।
একদিন মেয়েটি ছেলেটাকে আনফ্রেন্ড এবং বেশ কদিন পর ব্লক করে দেয়। যোগাযোগের মাধ্যম হিসেবে পথ খোলা ছিলো ভাইবার, ইমো । ছেলেটি অনবরত মেয়েটির ভাইবার ও ইমোতে ফোন করায় মেয়েটি এ দুটোতেও নাম্বার ব্লক করে দেয়।
পাগলপ্রায় ছেলেটি উপায়ন্তর না দেখে একবিকেলে সোজা মেয়েটির বাসায় হাজির। ভাগ্যভাল মেয়েটি বাসায় এমনভাব করে যেন ছেলেটির সাথে সম্পর্ক আগের মতনই স্বাভাবিক আছে!
মেয়েটিকে একনজর দেখতে পাবে এবং বাসায় বসতে দিবে এটি ছেলের কল্পনায়ও ছিলো না। আবেগে আপ্লুত ছেলেটি মেয়ের অস্বাভাবিক ভদ্রোচিত আচরনে কথার খেই হারিয়ে ফেলে।কিছু জানার, প্রশ্ন করার যা ছিল সবই ভুলে যায়। চা খাইয়ে মেয়েটি খুব সহজকন্ঠে বললো, " আমিতো তোমার সাথেই আছি। বাসায় যাও এখন। "
এই টাইপের কথা শুনে ছেলেটির আকাশে তখন হাজার হাজার প্রজাপতি পাখা মেলে। অনেকটা উড়তে উড়তে সে চলে আসে। ভাবে সবকিছুই বুঝি ঠিক হয়ে গেছে!
ছেলেটি পরে বুঝতে পারে সবই ভুল।
সেই মেয়েটি দুর্দান্ত অভিনয় করে ছেলেটিকে বোকা বানিয়ে অন্য একটি ছেলের সাথে রোজ সন্ধ্যায় গ্লোরিয়া জিন্স বা ক্যাফে ম্যাংগো কিংবা ওয়েস্টিনের পুলসাইডে প্রেমের রসাদ্বন করে চলে। ঈদ বা অন্যকোন ছুটিছাটায় কারো না কারো সাথে বান্দরবন,কক্সবাজার কিংবা সিলেটে প্লেজার ট্রিপে চলে যায়। পরিবারের কাছে এডের কাজ ,, বান্ধবির সাথে যাচ্ছি বলে ৩/৪ দিনের জন্য হাওয়া যায়।
এ মেয়েটি মিথ্যেবলায় অসম্ভব পারদর্শী।
ছেলেটিকে যতোটুকু চিনি,জানি কস্ট ভুলতে না পেরে সংসারবিবাগি হয়েছেন। সারাক্ষন গাজার নেশায় বুদ হয়ে পড়ে থাকেন এখানে সেখানে।
বি: দ্র: ঘটনাটি কাল্পনিক নয়। সত্যি ঘটনা। দুজনকেই আমি চিনি জানি। দু:খ কি জানেন, উপরে থুথু মারলে নিজের শরীরে পড়তে পারে জেনেই বলছি, মেয়েটি মিডিয়ার। মডেল কাম অভিনেত্রী। ছেলেটি একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের লেকচারার ছিলো।
টিকা : রুপ দেখে যেন মজে না যাই।
২| ২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:০৭
হাবিব বলেছেন: আজকালকার ভালবাসা হল কচু পাতার পানি।
©somewhere in net ltd.
১|
২০ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:২২
আশাবাদী অধম বলেছেন: সংক্ষিপ্ত কিন্তু এক কথায় অসাধারণ।