![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গুটেন মগেন আউজ বার্লিন।
বার্লিন থেকে শুভ সকাল।
ল্যাগেজ হারিয়ে চরম বিপাকে। ল্যাগেজে ছিল শীত নিবারনের সব কাপড়। এখন তীব্র ঠান্ডায় হাত পা জমে যাচ্ছে। আজ জ্যাকেট, পুলওভার কিছু একটা না কিনলে বাইরে বের হওয়াই বিপদজ্জনক হবে!
১
সৈয়দ মুজতবা আলীর ' রসগোল্লা ' গল্পটি অনেকের পড়া। হয়তো অনেকেই গল্পটি বিস্মৃত হয়েছেন। মনে আছে ঝান্ডুদা' র কথা? যিনি দেশ বিদেশ ঘুরে বেড়াতেন। বিভিন্ন এয়ারপোর্টে ইমিগ্রেশন অফিসারদের সাথে তুলকালাম কান্ড ঘটাতেন। কিন্তু তিনি ল্যাগেজ হারিয়েছেন এমনটি মনে পড়ে না।
ঝান্ডুদা আমি নই। তার মতন শখের বশে আমারও নানান দেশ বিদেশে যাবার সুযোগ ঘটে। কুয়ালালামপুর, বাহারাইন, ফ্রাংকফ্রুট, নিউইয়র্কের জেএফকে কিংবা প্যারিসে শার্ল দ্যা গল এয়ারপোর্টে বা বাসে করে বার্লিন থেকে প্যারিস যাবার পথে হল্যান্ড --বেলজিয়াম বর্ডারে শীতের মধ্যরাতে মুর্খ ইমিগ্রেশন পুলিশের পাল্লায় এক ঘন্টা থানায় কাটানো সহ নানান দুর্ভোগে কয়েকবারই পড়েছি
কিন্তু কখনো ল্যাগেজ মিসিং বা হারায়নি। এইবার আবুধাবি থেকে ট্রানিজিটে আমার ল্যাগেজ হাওয়া! বিশাল এই ল্যাগেজে আমার একজোড়া বুট, ২টা স্যুয়েটার ও পুলওভার জ্যাকেট ছাড়া পুরো ল্যাগেজ জুড়ে প্যারিস নিবাসী আমার বোনের প্রয়োজনীয় জিনিষ পত্তর, বার্লিন নিবাসী ছোটভাইয়ের জন্য কাপড়, ড্রাই সুইটস এবং ফ্রান্সের তুলুজ নিবাসী ছেলেবেলার বন্ধু মঈনের দুইবাচ্চার জন্য আনা বৈশাখের লাল সাদা শাড়ি কাপড়ের জন্য আফসোস লাগছে। ব্যাগেজ ক্লেইম করেছি। কবে যে ল্যাগেজ ফেরত পাবো , জানি না। অভিজ্ঞতাটা ভয়াবহ মন খারাপের। কিন্তু বার্লিন আসার পর আমার ভাই বললো, ভাই মন খারাপ না করে হাসি দিয়ে একটা সেলফি পোস্ট করেন!
বি: দ্র: ল্যাগেজ হারিয়ে কেউ এরকম হাসিমুখে ছবি তুলে কি না আমার জানা নেই।
2.
অবশেষে তিনি এলেন!
পাক্কা ৭২ ঘন্টা পর তার দেখা মিললো! তিনি অক্ষত অবস্থায় স্বসম্মানে ফেরত এলেন। ৭২ ঘন্টা আমাকে শীতের তীব্র ঠান্ডায় জমিয়ে দিয়ে, নার্ভ ব্রেক ডাউন করে, প্যারিস না হয়ে তিনি বার্লিনের এড্রেসে যোগাযোগ করে চলে এলেন।
দুপুরে বাবুর রান্না মুরগীর মাংস, পোলাও, সব্জী ও মাছ এখন আয়েশ করে খাওয়া যাবে।
আহা কি শান্তি!
৩
ল্যাগেজ কাহিনি
- মাসুদুল হাসান রনি
ল্যাগেজ হারিয়ে পড়েছি আমি
কি যে চরম বিপাকে
মরছি ঠান্ডায় , বোঝাতে পারি না
নীল নয়না দীপাকে !
এটা সেটা নানান কাগজ হাতে
দেয় ধরিয়ে আমায়
ল্যাগেজ ক্লেইমে এতো ঝামেলা?
শীতেও শরীর ঘামায়।
জীবন বাঁচলে সবই হবে আমার
আগে জীবন বাঁচাই
টা টা বার্লিন, বাই বাই
ল্যাগেজ পেলে পাঠিয়ে দিয়ো তা
এড্রেস করে যাচাই।
-----------------------------
২৫.০২.২০১৬
বয়েসেল স্ট্রাস
বার্লিন
©somewhere in net ltd.