নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

অভিশপ্ত জীবন

২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:৪২

এক সময় চলচ্চিত্র সংসদ আন্দোলনে সক্রিয় অংশগ্রহনের কারনে দেশী-বিদেশী প্রচুর সিনেমা দেখা হতো । অনেক ভালো ভালো চলচ্চিত্র দেখা হয়েছে দেশে ও বিদেশে বিভিন্ন চলচ্চিত্র উ্তসবে ।বড় পর্দায় সিনেমা দেখার আনন্দই ছিলো আলাদা। উতসবের কারনেই বিশ্বের অনেক বড় বড় নির্মাতাকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয়েছিল । টেলিভিশনে যোগ দেয়ার পর থেকেই ধীরে ধীরে কমতে থাকে আমার সিনেমা দেখা । বলা চলে সময়ের অভাবে এখন আর সিনেমা দেখা হয়ে উঠে না । এই না দেখতে পারার কি যে কস্ট বা যন্ত্রনা কাউকে বোঝানো মুশকিল ।এমন একটা সময় ছিলো দিনের বেশীরভাগটাই কেটে যেত ঢাকাস্থ বিদেশী সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে , দেখা হতো বিভিন্ন চলচ্চিত্র সংসদের আয়োজনে বিশ্বের ধ্রুপদি সিনেমাগুলো । বিকেল বা সন্ধ্যার পুরো সময়টা কাটতো সিনেমা বিষয়ক আড্ডায় এলিফ্যান্ট রোডের বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজের অফিসে বা শাহবাগের আজিজে । মাঝে বেশ কিছুদিন কেটেছে শর্ট ফিল্ম ফোরামেও । সারাদিন আধপেটা খাওয়া,ভাগাভাগির চা আর তিনজন মিলে এক সিগারেটে । এভাবেই বেড়ে উঠছিলো আমাদের আগামীর স্বপ্ন দেখার দিনগুলো !সেই সময়টাতে ঢাকার এমন কোন অভিজাত শপিংমল ছিলো না, যেখানে সাপ্তাহে একবার ঢুঁ দিতাম নতুন নতুন চলচ্চিত্রের ডিভিডি‘র জন্য । বিদেশী চলচ্চিত্রের আমার ব্যক্তিগত সংগ্রহ কম নয় । নিয়ম করে প্রায় রাতে ডিভিডি দেখা হতো । সময়ের অভাবে এখন আর দেখা হয়ে উঠে না । নতুন ভালো কোন চলচ্চিত্র এলে প্রায়শ রাইফেল স্কয়ারের মুভিপ্লাস থেকে ফোন আসে ।আসবো বলে ফোন রাখি । কিন্তু আর যাওয়া হযে উঠে না । তারপর বেশ কিছু নতুন চলচ্চিত্রের ডিভিডি অদেখাই রয়ে গেছে । জানি না এগুলো আদৌ দেখা হবে কি না !শুধু চলচ্চিত্র দেখা নয় , চলচ্চিত্র পড়ারও বিষয় ।যখনই দেশের বাইরে গিয়েছি তখন থুজেঁ পেতে বের করেছি বইয়ের দোকান । খুঁজে খুজেঁ কিনে এনেছি ফিল্মের উপর আলোচনা, সমালোচনা বিষয়ক প্রচুর বই । বইগুলোর বেশীরভাগই আমার পড়া হয়ে উঠেনি ।
সারাদিন শেষে মধ্যরাতে বাড়ি ফিরে ক্লান্ত দেহ নিয়ে বই পড়তে ইচ্ছে করে না । কিন্তু বুক শেলফের শোভাবর্ধনই করছে ।হায় ! এ যেন বই পড়তে না পারার অভিশাপ !

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.