![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বেশ ক'বছর ধরে অস্কারে যাচ্ছে আমাদের দেশের চলচ্চিত্র । এই নিয়ে এক শ্রেনীর মানুষকে খুব তৃপ্তির ঢেঁকুর তুলতে দেখি । আদৌ কি অস্কার বা কানের মতন উৎসবে আমাদের সিনেমা মুল ভেন্যুতে প্রদর্শিত হয় ?
গত ১৬ বছরের ইতিহাসে যতো সিনেমা অস্কারে পাঠানো হয়েছে এর একটিও মুল ভেন্যুতে প্রদর্শনের সুযোগ পায়নি । যখন অস্কারে বাংলাদেশ থেকে কথিত ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজ সিনেমা মনোনয়ন দেন , তখন সাধারন আট/দশজন মানুষের মতন আমি অ্তোটা খুশী হতে পারি না । কারন এইসব চলচ্চিত্র মুল অস্কারে কখনোই মনোনীত হয় না, প্রর্দশনতো দুরের কথা । একমাত্র তারেক মাসুদের 'মাটির ময়না' কান চলচ্চিত্র উৎসবের 'ডিরেক্টর ফোর্থ নাইটে' প্রদর্শনের সুযোগ পেয়েছিলো ।সেটিও তারেক ভাইয়ের একান্ত চেস্টায় । এরপর কামার আহমেদ সায়মনের ' শুনতে কি পাও', তৌকির অাহমেদের 'অজ্ঞাতনামা' চলচ্চিত্রটি নিজেদের প্রচেস্টায় কান চলচ্চিত্র উৎসবে অংশ নিয়েছিলো । দীর্ঘদিন চলচ্চিত্র সংসদ আন্দোলনের সাথে ওতোপ্রোতভাবে যুক্ত থাকার কারনেই ভালো করেই জানি অস্কার ,কান বা বার্লিন ফিল্ম ফেস্টিভ্যালে কোন ক্যাটাগরিতে কোন সিনেমা অংশ নিতে পারে এবং মুল উৎসবে প্রদর্শনের সুযোগ পেয়ে থাকে ।
এখন প্রশ্ন হচ্ছে কারা পাঠান? কারা এইসব চলচ্চিত্র নির্বাচন প্রক্রিয়ায় যুক্ত ? অনেকেই জানেন না বাংলাদেশ ফেডারেশন অফ ফিল্ম সোসাইটিজের নামে ক্ষুদ্র একটি অংশ (সত্যিকার অর্থে যাদের ধান্ধাবাজি ছাড়া কোন কাজ নেই, সারা বছর যাদের কোন কাজ নেই) যারা ইমপ্রেস টেলিফিল্মের অর্থে ,মদদপুষ্ঠ হয়ে বছরে একদিন ২/৪টি সিনেমা নিয়ে বসেন । যাদের মুল কাজ হচ্ছে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত চলচ্চিত্রকে বাংলাদেশ থেকে অস্কারে মনোনয়ন দেয়া এবং বিভিন্ন চলচ্চিত্র উৎসবে পাঠনো । একদিন প্রেস কনফারেন্স করা,অত:পর টিভিতে মুখ দেখানো,পত্রিকায় ছবি ছাপানোই এদের কাজ । দেশের সিংহভাগ ক্রিয়াশীল ফিল্ম সোসাইটি কথিত এই ফেডারেশনের সাথে যুক্ত নয় ।এমন কি এদেশের সৎ,নিষ্ঠাবান চলচ্চিত্র সংসদকর্মীরাও এই ফেডারেশনের সাথে সম্পর্কিত নয় ।
দু:খ লাগে যখন দেখি দেশের মেধাবী চলচ্চিত্রকাররা কোন তল্পিবাহকের হাতে জিম্মি হয়ে পড়েন । হ্যাঁ এইটা সত্য যে অস্কার ছাড়াও বিশ্বের অনেক নামি দামী চলচ্চিত্র উৎসবে আমাদের তরুন চলচ্চিত্র নির্মাতারা তাদের যোগ্যতা দিয়েই অংশ নিচ্ছেন এবং পুরস্কার জিতে
আনছেন । কিন্তু ইমপ্রেসের চামচামি করে কথিত ফেডারেশনের মাধ্যমে অস্কারে ছবি পাঠানোর কোন কৃতিত্ব নাই ।
©somewhere in net ltd.
১|
২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৪:৫১
একটি পেন্সিল বলেছেন: বাংলাদেশ কোনদিন অস্কার পাওয়ার জন্য কোন ছবি বানায় নি, বানানোর চেষ্টাও করেনি। যা এখন পর্যন্ত করেছে, তা শুধু দুইটাকা ব্যাবসা করার জন্য। বাংলাদেশে চলচ্চিত্রের যে সংস্কৃতি চলছে, তাতে একশো বছরে অস্কার পাওয়ার কোন সম্ভাবনা দেখছি না।