নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ফেসবুকে লাইক ডিজলাইক

২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:২১

আমরা অনেকেই ফেসবুকে শুধু বন্ধু বলেই গণহারে লাইক বা কমেন্ট দিয়ে যাই । কিন্তু সেই সব ফেসবুক বন্ধু ভুলেও কখনো আমাদের স্ট্যাটাসে লাইক বা কমেন্ট করেন না ।কিংবা ইনবুক্সে একটা মেসেজ পর্যন্ত দেন না । এমন কি কখনো জন্মদিনের ইউশ পর্যন্ত করেন না । আমাদের লাইক পেতে পছন্দ করা সেই সব বন্ধুদের দেখা যায়, তারা ফেসবুকে নারী বন্ধুদের কোনো ছবি দেখলেই হুমড়ি খেয়ে পড়েন ( সেই ছবি কতটা সুন্দর ,তা বিবেচ্য নয় । বিবেচনা সে একজন নারী !) এবং 'আহ হু -সর্দি -কাশি' মার্কা স্ট্যাটাসে গণহারে লাইক ও কমেন্ট করে যান ।
স্ট্যাটাসে লাইক বা কমেন্ট করার ক্ষেত্রে আমার মতে নীচের কয়েকটি বিষয় দেখা হয় । যেমন ঃ
- তাঁর সাথে কি সম্পর্ক ?
- স্বার্থ সংশ্লিষ্ট কিনা যেমন বস, প্রভাবশালী, সেলিব্রেটি, সম্পর্ক রাখা দরকার, হাতে রাখা দরকার ভবিষ্যতের কথা ভেবে এসব আর কি।
- তাঁর হাতে কাজ আটকে আছে আছে কি না ?
- চেহারা ছুরত কেমন ?
- দলকানা কি না , মানে সে আমার দলের জন্য কানা বা উলঙ্গ হতে রাজী কিনা
- নাক কতখানি লম্বা। লম্বা নাকওয়ালারা ঘাপটি মেরে থাকে !
- সমাজে তাঁর প্রভাব বা পরিচিতি কতখানি
- অন্যের বন্ধুতালিকা হাতড়ানো স্বভাব আছে কি না !
- নিজেকে ছোট না করা। অন্যের স্ট্যাটাস এ লাইক বা কমেন্ট করা তাদের পছন্দ না। যেন সবার জন্ম হইছে উনার পোস্ট লাইক আর কমেন্ট করার জন্য
- তিনি বিশেষ কিছু পদে আছেন কিনা এই যেমন সেলিব্রিটি শিল্পী, সাংবাদিক, ব্যাবসায়ী, রাজনীতিবিদ, সম্পাদক, সুন্দর-সুন্দরী, বিদেশী সংস্থায় কর্মরত......ইত্যাদী ।
আর বলবো? এসব দেখে অনেকে লাইক বা কমেন্ট করে। এটা আমার ও আমার একজন শুভাকাংখি Tanbir siddiqui তারঅভিজ্ঞতা থেকে বলছি। অন্যরা আমার ক্ষেত্রে , কমেন্ট বা লাইক দেয়ার সময় যা যা করেন , তাই বললাম।
কতজন যে আজ আমারে আনফ্রেন্ড করবেন খোদাই জানেন!

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৩৯

আবু ইশমাম বলেছেন: এই লেখাটা ফেসবুকেই মানান সই ছিল ব্লগে মানায় না। তবে সত্য কথা লিখেছেন মানতেই হবে।

২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

বেচারা বলেছেন: মিথ্যা বলেন নি। সবই সত্য।

৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৬ দুপুর ২:৫৩

দিগন্ত জর্জ বলেছেন: :D :D :D

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.