নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

আমাদের মিডিয়া পেশাদারিত্ব ও স্বাধীন নয়

১৫ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:১০

আমাদের মিডিয়া মুখে মুখে পেশাদারিত্বের কথা বলে , কিন্তু এখনো হাতে গোনা ২/১টি হাউজ ছাড়া কোথাও পেশাদারিত্বের ছোয়া নেই। কর্মীরা অনেক আশা নিয়ে গণমাধ্যমে কাজ করতে আসেন । নিজেদের মেধা, যোগ্যতা , সততা,নিষ্ঠা উজাড় করে দেন, জীবন বাজি রেখে দায়িত্ব পালন করেন। কিন্তু ব্যবস্থাপনায় এখনো পেশাদারিত্ব না গড়ে উঠায় আমাদের স্বপ্ন আতুড়ঘরেই মারা যায় ।
আরো অনেক চ্যানেল, এফএম রেডিও কিংবা সংবাদপত্র আসছে । শুধু টাকা আর ক্ষমতার দাপটে একটার পর একটা গণমাধ্যম খুলেন নিজেদের কালো টাকা, অবৈধ সম্পদের নিরাপত্তার জন্য, মিডিয়াকে ভালোবেসে নয় । নতুন প্রতিষ্ঠানের মধ্য দিয়ে হয়তো অনেক কর্মসংস্থান হবে । সেইসব প্রতিষ্ঠানের মান কি হবে, সেটাও ভাবার বিষয় !এইসব প্রতিস্টানের মালিক কারা , তাদের নাম দেখলেই বোঝা যাবে এগুলো কতটা পেশাদারিত্ব ও স্বাধীন হবে ।
যেই লাউ সেই কদু ।একই সাথে প্রাচীন প্রবাদটা মনে পড়ে গেল মুর্খ লোকের ( মিডিয়া বান্ধব নয় ) পিছনে না হেটে শিক্ষিত লোকের( মিডিয়া বান্ধব) পিছনে হাটা ভালো ।
এসব দেখে দেখে মেজাজটাই খারাপ ও মন ভারী হয়ে আছে ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:১১

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশে যারা সহজে চাকুরী পায় না, তারা মিডিয়াতে ঢুকে

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.