![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদি ডিম দিবস থাকতে পারে আলু দিবস হবে না কেন? সারাবিশ্বে না হোক অন্তত বাংলাদেশের জন্য এ দিবসটি হওয়া উচিত। কারন আমরা বাংলাদেশীরা আলু প্রিয়। হাজারটা আলু' র দোষে আমরা গুনান্বিত! কথায় কথায় মানুষের খুঁত ধরতে ওস্তাদ। ছিদ্রান্বেষী । কারো পাছায় আংগুল দেয়া মজ্জাগত আলুর দোষ। রাজনৈতিক হিংসা বিদ্বেষ রক্তে মিশে গেছে। দলবাজী , দল ভাঙ্গা, অান্চলিকতা , স্বজনপ্রীতি, ঘুষ, দূর্নীতি সব দোষই আমাদের আছে। নারী ঘটিত কেলেংকারি বা আলুর দোষ কোন অংশে কম নেই!
আলুর যেহেতু জয় জয়কার , অতএব নিদেনপক্ষে বাংলাদেশে একদিন আলুদিবস পালিত হতেই পারে।
©somewhere in net ltd.
১|
১৬ ই অক্টোবর, ২০১৬ দুপুর ১২:৫৯
ঢাকাবাসী বলেছেন: আপনার প্রস্তাব সমর্থন করলুম ।