![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এ অভিমান নয়, সত্যবচন
-মাসুদুল হাসান রনি
অামি অচিরেই হারাবো তবে তোমার বুকে নয়
কোন অচেনা শহর জিয়োদোভা বা মোয়াবা'য়
ভোল্কাকসোভস্কি' র মতন কঠিন বিদঘুটে নামের গ্রামে...
তীব্র ঠান্ডায় যদি জমে যাই
হাঁটু সমান বরফে ডুবে যাই
তবুও আমি ফিরবো না
কখনোই আর ফিরবো না তোমার বুকে
আমি সজ্ঞানেই হারাবো লীলে, মার্শে অথবা
কোলাহলমুখর প্যারিসে!
---------------------------------------
২২.১১.২০১৬
ঢাকা
২| ২২ শে নভেম্বর, ২০১৬ রাত ৮:০০
দেবজ্যোতিকাজল বলেছেন: হুম ভাল লিখেছ
©somewhere in net ltd.
১|
২২ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:৩৩
ভ্রমরের ডানা বলেছেন:
আমি সজ্ঞানেই হারাবো লীলে, মার্শে অথবা
কোলাহলমুখর প্যারিসে!
বাহ! সজ্ঞানেই ___
ভাল। তাই করেন লীলের বুকে অনেক বরফ। বাদামের থেকেও সস্তা বিকল্প....