![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গোটা ইউরোপের মধ্যে সম্ভবত অবৈধ অভিবাসীর সংখ্যা ফ্রান্সে বেশী। আফ্রিকান, আরব, এশিয়ান ও ইইউ' র বাহিরের ( ইইউ' র ২৭ দেশ ছাড়া) দেশের প্রচুর বৈধ -অবৈধ অভিবাসির কারনে ফ্রান্স বহুজাতিক নাগরিকের অাশ্রয়স্হল। ফ্রান্সের বর্তমান ক্ষমতাসীন সরকারের উদারনৈতিক অভিবাসী নীতিমালার জন্যই অভিবাসীদের পছন্দের তালিকায় ফ্রান্স শীর্ষে। বৈধ অভিবাসীদের পাশাপাশি এখানে অবৈধরা কাজ, বাসস্থানসহ অনেক সংকট থাকা সত্বেও কোন রকম পুলিশী ঝামেলা ছাড়া নির্ভয়ে বাস করে।
যাহোক আজ দুপুরে পোর্ত দ্যা লা শাপেল ট্রাম লাইনের পাশে বস্তি দেখে চমকে উঠি। কাঠ,, টিন দিয়ে খুপড়ির মতন ২০/২২ টা ঘর। এখানে সেখানে ব্যাপক নোংরা, অস্বাস্থ্যকর পরিবেশ অনেকটাই আমাদের দেশের মহাখালি, কড়াইলের বস্তির মতন। আমার সাথে থাকা ফ্রান্স প্রবাসী জসিম খালু ও রাকিব জানালেন, " এসব বস্তিতে থাকে রুমানিয়ানরা। এরা অবৈধ। সুযোগ থাকার পরেও কোন কাজ কর্ম করে না। যতো ধরনের চুরি- চামারি, ড্রাগ বেচাকেনা, ,পতিতাবৃত্তিসহ বাজে কাজের সাথে যুক্ত। "
খুব কাছ থেকে ছবি তোলা বিপদজনক। ছবি তুলছি দেখতে পেলে এরা তেড়ে আসবে। তাই একটুদুর হতে এই ছবিগুলি তোলা।
------------------------------
১০.১১.২০১৬
প্যারিস
©somewhere in net ltd.
১|
২৩ শে নভেম্বর, ২০১৬ সন্ধ্যা ৭:১৪
আরণ্যক রাখাল বলেছেন: সর্বাঙ্গসুন্দর বলে হয়তো কিছুই নেই।