![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
-
গত ২০/২৫ বছরে বিলেতে গিয়েছেন এমন অনেক হোমরা চোমরা তার অথিয়েতা গ্রহন করেছেন। এই তালিকায় দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ, স্বনামধন্য সাংবাদিক,অভিনয় ও সংগীতশিল্পী, খেলোয়াড়,চিত্রশিল্পী,ব্যবসায়ী হতে শুরু করে কে নাই? সবাইকে তিনি তার বাসায় বা হোটেলে বিনা পয়সায় রেখেছেন। ইংল্যান্ডের দামী দামী কারি শপে লাঞ্চ, ডিনার করিয়েছেন।দামী দামি ব্রান্ডের স্কচ হুইস্কি পান করিয়েছেন। তাদের পিছনে হাজার হাজার পাউন্ড খরচ করতে কুন্ঠাবোধ করেননি।
এইরকম দিলদরিয়া মানুষটি একদিন হঠাত বলা নেই কওয়া নেই না ফেরার দেশে চলে গেলেন। তাঁর মৃত্যুসংবাদ নানানভাবে জানার পরও কেউ তেমন একটা সমবেদনা জানাতে আসেনি। দু' কলমও কেউ লিখেননি। অথচ সমাজের কোন শ্রেনীর মানুষটি বিলেত গেলে তার আথিয়েতা গ্রহন করেননি?
কে তার পয়সায় মদ খেয়ে মাস্তি করেননি?
কি বিচিত্র আমরা!
বেঁচে থাকতে তার চারপাশে সবসময় ৮/১০ জন লেগে থাকতো। মৃত্যুর খবর পেয়ে একবারও কেউ তার খবর নিতে যায়নি।
আমরা কি বেঈমান প্রকৃতির লোক!
বেচে থাকতে জিন্দাবাদ।
মরে গেলে চিনিও না!
বি:দ্র: ইচ্ছে করে ভদ্রলোকের নাম এবং অন্যকারো নাম পোস্ট করে বিব্রত করতে চাই না।
©somewhere in net ltd.
১|
০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৪:১৬
বিদ্রোহী ভৃগু বলেছেন: যারা সে আথিতেয়তার পরও এমন আচরণ করে তারা অবশ্যই সুবিধাবাদী গোষ্ঠি! ধক্কিার তাদের!!
আর জীবনটা এমনই !
হায় সময় থাকতে একটু ফিরে তাকাই না!!!!
উনার রুহের জন্য দোয়া আর পরিজনদের জন্য সমবেদনা।