![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যে চিঠি কখনো পৌঁছাবে না তোমার হাতে
-মাসুদুল হাসান রনি
গতরাতে চিঠিটা লিখেছিলাম অনেক যত্ন করে
কত উপমা, কত আবেগ ছিল পরতে পরতে !
সেই চিঠি কখনোই তোমার হাতে পৌঁছুবে না প্রিয়তমা
চিঠি লেখা শেষে মনে হয়েছিল এ চিঠি বেওয়ারিশ হয়ে যাক
কিছু মানুষ যেমন বিনানোটিশে হাওয়া হয়ে যায় রক্ষকদের হাতে
রক্তাক্ত হয়ে যায় মাটি
ধুসর হয়ে যায় পরিবারের স্বপ্নগুলো
না ফেরা সন্তানের অপেক্ষায় দীর্ঘশ্বাস চিরে আসে মায়ের
ভোরের স্নিগ্ধ আলোয় গল্প শুনি ক্রস্ফায়ারের
তেমনি আমিও চেয়েছি নিমিষেই হাওয়া হয়ে যাক আমার এ চিঠি
জানো ইচ্ছে করেই চিঠিটা পোস্ট করেছি আমি ভূল ঠিকানায়
আমি-তুমি জন্মেই ছুটে চলেছি
ভুল ঠিকানায় কড়া নেড়ে নেড়ে !
----------------------------------------------------------------------
১৪.১০.২০১৭
জাজিরা ভবন
©somewhere in net ltd.