![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরাজ শিকদার কিংবা মোফাখখাররা মরে না, বেচে থাকে আদর্শে....
-মাসুদুল হাসান রনি
যেদিন ওরা রাতের আধারে চোরের মতন ধরে নিয়ে গেল তোমাকে বা তোমাদের
- এইতো ফিরিয়ে দিচ্ছি ঘন্টাখানেক পর।
তাদের মিথ্যে আশ্বাস ভোরের আলোয় পরিনত হয়েছিল ক্রসফায়ারের গল্পে।
কি অদ্ভুত! কিছু মানুষ বিশ্বাসও করে এ গাজাখুরির গল্প
কেউ কেউ এসব হত্যাকান্ডকে আইনী বৈধতা দেয় শুকুরের খোয়াড়ে দাঁড়িয়ে !
মিডিয়াগুলো যখন রাস্ট্রের তল্পিবাহক জ্বী হুজুর জী হুজুর..
তখন এদের কথায় কান না দেয়া মানুষ মুখ বুজে থাকে অপেক্ষায়
সময়টা ভয়ংকর প্রতিকুল; বৈরী হাওয়ায় কখনো কখনো কৌশলি হতে হয়।
ওরা জীবিত তোমাকে বা তোমাদের যতোটা ভয় পায়
তারচেয়েও বেশী ভীত মৃত তোমাদের নিয়ে !
---------------------
২৫.১০.২০১৭
ঢাকা
©somewhere in net ltd.