![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
গলাধ:করন
- মাসুদুল হাসান রনি
কোথাও কোন ঝামেলা নেই
সব কিছু আজ ঠিকঠাক
সুখে আছে দেশের মানুষ
তেলে ডুবিয়ে নাক!
ছোটখাটো দুর্ঘটনা
একটা দুইটা গুম খুন
না হলে আর যাবে বোঝা
ভালো মন্দের কি গুন!
কোথাও নেই ঘুষ দুর্নীতি
হচ্ছে না লুটপাট
মধ্যম আয়ের দেশ হয়েছি
সাফল্য বিরাট।
সত্যি মিথ্যে ভাবি না তো
করছি গলাধ:করন
উচ্চবাচ্য করলেই পাবো
অপঘাতে মরন!
-----------------------
০৮.১১.২০১৭
ঢাকা
©somewhere in net ltd.