নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মুক্ত আকাশ

এমএইচ রনি১৯৭১

আমি মার্কসীয় সমাজতান্ত্রিক আর্দশে বিশ্বাসী একজন মানুষ ।

এমএইচ রনি১৯৭১ › বিস্তারিত পোস্টঃ

ধর্ম এতো ঠুনকো ?

১০ ই নভেম্বর, ২০১৭ রাত ১১:১৭


ধর্ম এতো ঠুনকো ?
কেউ একটা কিছু লিখলেই ধর্ম চলে যায়,অবমাননা হয়?
ধর্ম অবমাননার নামে আবার আগুন।পুড়লো সাধারন মানুষের ঘর বাড়ি।যারা কোনভাবেই এ ঘটনার সাথে যুক্ত না।ধর্মান্ধদের কর্ণকুহরে কখনো কি পৌছাবে এ মানুষের কান্না,সব হারিয়ে নিঃস্ব হয়ে যাওয়ার মাতম, আহাজারি?
প্রশাসন কি জানতো না রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকা্য কয়েকদিন ধরেই উত্তেজনা ছিল?
ঘোষণা দিয়ে শুক্রবারে এই রংপুর সদর উপজেলার পাগলাপীর এলাকার সলেশায় যারা এ বর্ব্রোচিত কাণ্ডটা ঘটালো তাদের সমুচিত শাস্তি দাবী করছি।জানতে চাই হিন্দুদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার সুযোগ কারা করে দেয়?
মাদ্রাসায় যখন হুজুর ছাত্রকে বলাৎকার করে তখন তাদের ধর্মীয় অনুভূতি জাগে না।
হুজুর যখন কোন নারীকে ধর্ষণ করে তখন তাদের অনুভূতি জাগে না।
তাদের অনুভূতি জাগে ফেসবুকে স্ট্যাটাস দেখলে। হ্যা এটা বুঝার জন্য ডিগ্রির দরকার নাই ,এই অনুভূতি সম্পদ দখলের অনুভূতি । এই অনুভূতি দেশ থেকে হিন্দুদের তাড়ানোর অনুভূতি । এই অনুভূতি দেশকে সিরিয়া বানানোর অনুভূতি। এটা যে কেউ বুঝবে।
যারা এটা করছে তাদের খুঁজে আইনের আওতায় আনার দাবী জানাই।
এবং প্রকশ্যে বিচার করা হোক। না হয় এই সাম্প্রদায়িকতা বন্ধ হবে না।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.