![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ যারা উত্তরা-বিমানবন্দর এলাকায় গিয়েছেন তারা ভালো করে টের পেলেন এদেশের মোল্লারা কতটা সহিংস, ধ্বংসাত্বক হতে পারে !
ঢাকা এয়ারপোর্টে দিল্লির 'সা’দ কান্ধলভি' নামে এক হুজুরকে প্রতিহত করার জন্য হাজার হাজার ্মোল্লা রাস্তা অবরোধ করে রেখেছে। এসব ধর্মান্ধরা প্রতিটি গাড়ি তল্লাশি করে দিল্লির 'সা’দ কান্ধলভি'কে খুঁজে বেড়াচ্ছেে।তল্লাশিতে বাদ পড়ছে না এম্ব্যুলেন্সও।
এটা কি আইন সিদ্ধ?
প্রকাশ্যে কিভাবে এত বড় বেআইনী কাজ চলছে?
মহিলা শিশুরা আতংকিত হচ্ছে। এম্বুলেন্সের রোগী ও স্বজনরা আতংকিত। এ হুজুরগুলা অকৃতজ্ঞ। যাদের দান,খয়রাত- ভিক্ষা খেয়ে বেঁচে থাকে ,সেই মানুষগুলোরই ক্ষতি করে এসব মোল্লারা।
২| ১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৪১
ভীতু সিংহ বলেছেন: তাবলীগের মত একটা শান্তিপূর্ণ কর্মসূচী ধীরে ধীরে কিছু নিকৃষ্ট মানুষের জন্য সহিংস হয়ে যাচ্ছে। সবচেয়ে খারাপ দিক হচ্ছে এইধরনের কাজ দুএকটাই দেশের ভাবমূর্তির ১২টা বাজানোর জন্য যথেষ্ট। পুরো উত্তরার সাথে ঢাকার যোগাযোগ বিচ্ছিন হয়ে আছে।
৩| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ৮:৪৪
নিরাপদ দেশ চাই বলেছেন: এই সুযোগে ইস্তেমা ঢাকা থেকে স্থানান্তরিত হলে বাচাঁ যায়।
৪| ১০ ই জানুয়ারি, ২০১৮ রাত ১০:০৮
বনসাই বলেছেন: ছেলেবেলা থেকে দেখেছি আসরের নামাজের পর কিউ ধরে হাটতে আর পথচলতি নিরীহ মানুষ, পাড়ার দোকানী, আড্ডারতদের আটকে মসজিদের আসার দাওয়াত দিতে। কেউ তাদের কথা মতো ইসলামের দাওয়াত কবুল করেছেন কি না আমার দেখা নেই।
পত্রিকায় পড়েছি কিছু খুনী এবং পরে নিজের কিছু অভিজ্ঞতা হয়েছে পাড়ার মাস্তান, দাংগাবাজ এরাই ভোল পালটে ইসলামী লেবাসে তাবলিগ করতে।
ভালো হলে ভালো নয়তো আজকের মতো ঘটনা আরো বাড়বে, তাবলিগকে কখনো দুনিয়াবী কাজে, দেশের কাজে দেখি নাই। কে তাদের লিডার তাতে কারো কিছু আসে যায় না।
বার্ষিক উতসব বিশ্ব ইসতেমাকে পবিত্র হজ্বের সাথে তুলনা করা আর সরকার প্রধানদের ঘটা করে সেখানে হাজিরা দেয়াতে এই সাহস পেয়েছে তারা।
তাবলিগ জামাতকে বাংলাদেশে নিষেধ করতে হবে। বিশ্ব ইসতেমা আমাদের দেশে করতে দেয়া যাবে না।
আজ ঢাকার লক্ষ লক্ষ মানুষ এই সুন্নীদের জন্যে খাস দিলে বদদোয়া করেছে- এমনটা মিথ্যা নয়।
©somewhere in net ltd.
১|
১০ ই জানুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৬:৩৭
চাঁদগাজী বলেছেন:
এগুলোকে কিছু টাকা পয়সা দিয়ে পাকিস্তান, আফগানিস্তান, সিরিয়া পাঠায়ে দিলে সমস্যা কিছু কমতো।