![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমাদের সাধারন মানুষদের হয়েছে মরণ। রাজনীতি নিয়ে কোন আলোচনা, সমালোচনা করলেই বিপদে পড়তে হয় । আওয়ামীলীগ, বিএনপি' কারো মধ্যেই পরমতের প্রতি কোন শ্রদ্ধা বা সহনশীলতার লেশটুকু নেই। কোন আলোচনা সরকারের বিরুদ্ধে গেলেই বলা হয় " উন্নয়ন বিরোধী , রাজাকার। ' আর বিএনপি'র বিপক্ষে গেলে বলা হয় ' সরকারের দালাল। '
কিন্তু দেখেন দুইদলই চিৎকার করে গনতন্ত্রের জন্য গলা ফাটান। তারা হয়তো ভুলে গেছেন সেই গনতন্ত্রের পুর্বশর্ত হলো পরমত সহিষ্ণুতা। কথা যা বলবেন তারাই বলবেন এবং তাদের ভুলভাল সবই আমাদের মেনে নিতে হবে!
তাই ভাবছি, এদেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের সাধারন মানুষের কোন ভুমিকা নেই ! এখন থেকে মুখে তালা এটে, চোখে ঢুলি পড়ে ও কানে তুলো দিয়ে রাখবো।
©somewhere in net ltd.
১|
২২ শে জানুয়ারি, ২০১৮ রাত ৯:১১
রাজীব নুর বলেছেন: আপনি কি আসলেই সচেতন নাগরিক?