![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০০৬ সালে সেনা সমর্থিত ফখরুদ্দীন-মঈন ইউ আহমেদ সরকার রাজনীতিবিদদের বিরুদ্ধে অসংখ্য মামলা করেছিল । সবই ছিল দূর্নীতির জন্য। মামলা হয়েছিল দুইদলের দুই প্রধানের বিরুদ্ধেও। মাইনাস টু ফর্মুলার অংশ হিসেবে এসব মামলা হয়েছিল ,যা সর্বজন জ্ঞাত । কিন্তু ২০০৯সালের নবম জাতীয় সংসদ নির্বাচনের পর রাজনৈতিক বিবেচনায় বর্তমান সরকারের নেতা কর্মীদের মামলা প্রত্যাহার করা হয়। মামলা প্রত্যাহার করা হয় প্রধান্মন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা চাঁদাবাজির মামলাসহ আরো বেশ ক'টি মামলা।
অথচ খালেদা জিয়াসহ বিএনপি'র অসংখ্য নেতা কর্মীদের নামে দায়ের করা মামলা থেকে যায়। সেই মামলার একটি ছিল জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা। আজ এ মামলার বিচার কার্য শেষে রায় প্রদান করল বিশেষ আদালত। আদালতের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, রায় নিয়ে কোন কথা নয়।
কথা হচ্ছে অন্য জায়গায়,ক্ষমতার অপব্যবহার নিয়ে। যে ক্ষমতাবলে এ সরকার কথায় কথায় বলছেন ,এ মামলা আমরা করিনি ,করেছে সেনা সমর্থক ১/১১ সরকার। এর দায় ভার তাদের।হ্যা তা ঠিক। কিন্তু একটা প্রশ্ন , আপনাদের বিরুদ্ধে মামলা যদি উদ্দেশ্য প্রনোদিত হয়,মাইনাস টু ফর্মুলার অংশ হয়,তাহলে খালেদা জিয়ার বিরুদ্ধে করা মামলা কেন উদ্দেশ্য প্রনোদিত নয়? কেন সেই সময় প্রত্যাহার হয়নি আবেদন করার পরও?
যাহোক , বিএনপি সমর্থকরা এ মামলাকে বলছেন,সরকারের রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ । অন্যদিকে সরকার সমর্থকরা বলছেন , আইনের উর্ধে কেউ নন।
আমজনতার প্রশ্ন , লোয়ার কোর্টের রায়ের পর আপীল বিভাগে কি হবে?
আরেকটা প্রশ্ন, কখনো যদি বিএনপি ক্ষমতায় আসেন তখন বর্তমান সরকারের কাউকে এরকম মামলায় সাজা দেয় সেটাও কি রাজনৈতিক প্রতিহিংসার বহিঃপ্রকাশ হবে?
২| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৩
শাহিন-৯৯ বলেছেন: এই প্রশ্নের জবাব দেওয়ার মত কেউ আছে বলে আমার মনে হয় না।
৩| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:১৫
রাজীব নুর বলেছেন: আজ খালেদা জিয়া বড় ধাক্কা খেয়েছেন।
৪| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৮:৫৯
রায়হানুল এফ রাজ বলেছেন: পাপ যেই করুক না কেন,
পাপ বাপকেও ছাড়ে না।
৫| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ৯:০০
আবু তালেব শেখ বলেছেন: এই প্রশ্নটা সবার মনে
৬| ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ রাত ১১:০৫
কানিজ রিনা বলেছেন: সবার মনে একই প্রশ্ন। কিন্তু প্রশ্ন করলে
মুখ সেলাই করা হবে। দেখেন রাতারাতি
আপনার ঘরে সাদা পোশাকের পুশিশ ঢুকে
কিনা। আপনার সাহসের ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
০৮ ই ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৩৩
প্রািন্ত বলেছেন: আপনার কথার যথেষ্ট যৌক্তিকতা রয়েছে। দলমতের উর্ধে উঠে কেউ যদি নিজের বিবেককে প্রশ্ন করেন তাহলে এই মামলাকে কেউই সমর্থন করবেন না।