![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চারিদিকে শুধু খাই খাই খাই। এতো খেয়েও কারো পেট ভরে না । শুধু খাচ্ছে তো খাচ্ছেই । কেউ জোশ করে গোশ খায়। কেউ চেটেপুটে পোলাও,কাচ্চি বিরিয়ানী,দধি মিস্টিও খায় । কেউ খাচ্ছে রুটি ভাজি,পরোটা হালুয়া,তেহারি-নেহারি । যার যেমন ভাগ্য।যার যেমন লাইন ঘাট,সে তেমনি খাচ্ছে তো খাচ্ছেই ।
কেউ খাচ্ছে ব্যাংক,বীমা ,অর্থকড়ি প্রতিষ্ঠান । কেউ আবার গিলে খাচ্ছে আস্ত নদী , জায়গা জমি,বাস্ত-ভিটা। কেউবা লুটেপুটে খেয়ে নিয়েছে শেয়ার মার্কেট, হাজার হাজার কোটি টাকা । আবার কোন রাবিশের কাছে এগুলো কোন খাওয়াই না !
কেউ গোটা শিক্ষা ব্যবস্থাটাই খেয়ে দিব্যি ভালোই আছেন। টাক আরো চকচকে হয়েছে, চোখের জ্যোতিও বেড়েছে !
তবু খাচ্ছে তো খাচ্ছেই। অসাম্প্রদায়িকতা খেয়ে সাম্প্রদায়িকতার নামাবলি গায়ে জড়িয়ে কেউ দিব্যি ঢেঁকুর তুলছেন আসছেবারের নির্বাচনটাও খাওয়ার ।প্রশাসন , ইন্সটিটিউশন খেয়ে কেউ পরম তৃপ্ত ।
আবার কেউ বা কোন গোস্টি এসবেও তৃপ্ত নয়। প্রতিপক্ষ যতো শক্তিশালী হোক কিংবা নির্বীজ হোক ,তাকে গুম করে খাওয়াটাও তাদের খুব পছন্দের । কেউ আবার খুন ,ধর্ষন গিলে ফেলছে নিমিষেই । এলাকায় নেতার খাওয়া নাই,ক্যাডারের খাওয়ায় অস্থির সবাই ।
কেউ কেউ আর্শীবাদপুস্ট হয়ে পাহারাদার নিয়ে দখল করে পরের ধন । চাটুকারদের বাহাবা নিতে নিতে চাকুরীও খায় কর্মীদের । কেউ কেউতো শিরদাঁড়া বন্ধক রেখে শুধু পা-চাটাতেই তৃপ্ত !
খাই খাই তবুও হরেক রকম খাওয়ার শেষ নাই। পুরানো খাওয়ার নতুন ভার্সন এলো এবার-
' চুপ ,একদম খায়া ফেলামু ।'
ছবি : কালা কাউয়া
২| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:২৭
তারেক ফাহিম বলেছেন: অসাম্প্রদায়িকতা খেয়ে সাম্প্রদায়িকতার নামাবলি গায়ে জড়িয়ে কেউ দিব্যি ঢেঁকুর তুলছেন আসছেবারের নির্বাচনটাও খাওয়ার ।প্রশাসন , ইন্সটিটিউশন খেয়ে কেউ পরম তৃপ্ত ।
কী বাক্য বানালেন মাইরী
৩| ১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:৫৮
তপোবণ বলেছেন: ' চুপ ,একদম খায়া ফেলামু ' সবে মাত্র পুলিশলীগের আস্ফালন শুনলাম। ভাললাগল আপনার সময়োপযোগী ভাবনাটি।অসাধারণ লিখেছেন ভাই।
৪| ১০ ই এপ্রিল, ২০১৮ রাত ৮:০৩
কাওসার চৌধুরী বলেছেন: অসাধারণ অভিব্যক্তি। খুব ভাল লাগলো পড়। "যার যেমন ভাগ্য, যার যেমন লাইনঘাট, সে তেমনি খাচ্ছে তো খাচ্ছেই।"............. চমৎকার!
©somewhere in net ltd.
১|
১০ ই এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৭:০৬
আবু আফিয়া বলেছেন: এমনটিই মনে হচ্ছে