![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ভাব
-মাসুদুল হাসান রনি
অনেক দিন পর বঙ্গবাজার
সাথে টাকা কয়েক হাজার
টিশার্ট কিনবে বন্ধু নিয়াজ,
ভাবছি আমি কিনবো কি আজ ?
ঘুরে ঘুরে বন্ধুর পিছু
দেখি আমি অনেক কিছু
সব কিছুর দাম ভীষন চড়া
পলো, টিশার্ট যায় না ধরা ।
রাগে ক্ষোভে না কিনে তাই
মার্কেট থেকে বেড়িয়ে যাই ।
ক্লান্ত হয়ে হেঁটে হেঁটে
চানখারপুলে ক্ষুধা পেটে
রেস্টুরেন্টে বসে আমি
দিচ্ছি অর্ডার দামী দামী ।
রোস্ট রেজালা মাটন কাচ্চি
ফিরনি পায়েশ খাচ্ছি দাচ্ছি,
ক্রমশঃ যায় পেটটি ফুলে
আনন্দের এক ঢেঁকুর তুলে
পান সুপারি একটু চেখে
শীতল হাওয়া গায়ে মেখে
ফিরছি বাড়ি কালীরবাজার,
ভাবটা আমার মহারাজার !
-------------------------------
২১.০৪.১৮
বাংলামোটর
ঢাকা
২| ২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৫:২৭
রাজীব নুর বলেছেন:
মুখে হাসি নেই বঙ্গবাজার এলাকার ... ব্যবসায়ীদের।
৩| ২৩ শে এপ্রিল, ২০১৮ সন্ধ্যা ৬:০৮
অসংজ্ঞায়িত নিঝুম বলেছেন: হাহাহাহাহ!!!! অসাধারন লিখেছেন...
©somewhere in net ltd.
১|
২৩ শে এপ্রিল, ২০১৮ বিকাল ৪:১৫
কাওসার চৌধুরী বলেছেন:
এক কথায় চমৎকার।