![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তোমার প্রশ্রয়ে যে দানব উঠেছে বেড়ে
ওরা কাউকে ছাড়বে না
একদিন তোমাকেও সে হিংস্র ছোবলে ক্ষত বিক্ষত করবে....
-মাসুদুল হাসান রনি
প্রকাশক , মুক্তমনা লেখক হিসেবে পরিচিত ছিলেন শাহজাহান বাচ্চু। তিনি একসময় মুন্সীগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সাবেক সাধারণ সম্পাদক ছিলেন।
এ সজ্জন, মুক্তমনা মানুষটি সোমবার বিকেলে তার বাড়ি সিরাজদিখান উপজেলার কাকালদী গ্রামে দুটি মোটরসাইকেলে করে আসা চার দুর্বৃত্তের গুলিতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন।তার মৃত্যুতে গভীর শোক ও নিন্দা জানাই।
আমার কিছু ছোটভাইয়ের বন্ধু বিপাশার পিতা শাহজাহান বাচ্চু । সেই সুত্রে জানা, উনার জীবননাশের হুমকি ছিল।অনেকে তাকে দেশের বাহিরে চলে যেতে বারবার অনুরোধ করেছিলেন।এমনকি ঘনিষ্টজনরা তার জন্য সাউথ আফ্রিকায় পলিটিক্যাল এসাইলামের ব্যবস্থা করবেন বলে জানিয়েছিলেন। কিন্তু তিনি সবকিছুই প্রত্যাখান করেছিলেন স্বদেশে থাকবেন বলে। মৃত্যুর ভয়ে তিনি কখনোই ভীত ছিলেন না। এমন স্বদেশপ্রেমি মানুষটিকে বর্বররা হত্যা করল তার গ্রামের বাড়িতেই!
প্রায় তিন বছর ২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে নিজের অফিসে খুন হন জাগৃতি প্রকাশনীর প্রকাশক ফয়সাল আরেফিন দীপন। একইদিন দুর্বৃত্তদের হামলায় গুরুতরও আহত হয়ে প্রানে বেচে যান প্রকাশক আহমেদুর রশীদ টুটুল ও আরো ২ জন।
ওই বছরেরই ফেব্রুয়ারিতে সন্ত্রাসী হামলায় নিহত হন বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়।
অভিজিতের পর ব্লগার নীলাদ্রী নিলয়, অনন্ত বিজয় দাশ ও অনলাইন অ্যাক্টিভিস্ট ওয়াশিকুর বাবুকে একই কায়দায় কুপিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।
এদের উপর হামলার জন্য জঙ্গিদের সন্দেহ করা হলেও শাহজাহান বাচ্চুর উপর কারা হামলা চালিয়েছে তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।
২| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৮
সনেট কবি বলেছেন: তার উপর এ হামলার কারণ কি?
৩| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৯
একদম_ঠোঁটকাটা বলেছেন: সবথেকে সহজ উপায় হল বাংলাদেশে কাজ করা NGO গুলার কাজ গুলো বিশদের খতিয়ে দেখা। এদের ফান্ডিং কারা করছে এবং সেই টাকা কি খাতে খরচা করছে তা নজরদারি করা । টাকার জোগান বন্ধ হয়ে গেলে , এসব উগ্রপন্থী কাজ এমনিতেই বন্ধ হয়ে যাবে।
৪| ১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৫৫
নাজিম সৌরভ বলেছেন: কেউ কেউ সন্দেহ করছেন শাহজাহান বাচ্চুর হত্যার পেছনে পারিবারিক কোন্দল জড়িত । সন্দেহটা সত্য হতেও পারে, উগ্রপন্থীরা যত ব্লগারকে হত্যা করেছে সকল হত্যাকাণ্ডে দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়েছে । শাহজাহান বাচ্চুকে গুলি করে হত্যা করা হয়েছে । গুলি করে এর আগে উগ্রপন্থীরা কাউকে মারেনি ।
৫| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৫
নতুন বলেছেন: ব্লগার হত্যা অবশ্যই জনগনের বিরুদ্ধে লেখার জন্য নয়।
তার লেখা পড়ে তাকে গুলি করে হত্যা করবে এমনটা হবার সম্ভবনা খবই কম।
এর পেছনে অন্য কোন উদ্দেশ্য আছে... আশা করি খুনের রহস্য বের হয়ে আসবে।
৬| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:০৭
রাজীব নুর বলেছেন: বিচার চান ?? ভালো কথা।
সাগর রুনির বিচার কি পেয়েছেন?
১২ ই জুন, ২০১৮ বিকাল ৪:৩৯
এমএইচ রনি১৯৭১ বলেছেন: শিরোনাম না পড়ে কমেন্ট করেন কেন?
৭| ১২ ই জুন, ২০১৮ বিকাল ৫:৪১
আবুহেনা মোঃ আশরাফুল ইসলাম বলেছেন: এই হামলার কারণ কী ছিল?
©somewhere in net ltd.
১|
১২ ই জুন, ২০১৮ দুপুর ২:৪৬
ইঞ্জিনিয়ার কবীর হোসেন (শুভ) বলেছেন: সুন্দর লিখেছেন। সামনে আরো ভাল লেখা পাব আশা করি।
সময় হলে আমার প্রোফাইলে একবার ঘুরে আসবেন। ধন্যবাদ।
লিংক:... Click This Link