![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
একটা সময় রেলস্টেশন, লঞ্চঘাটের ছোট ছোট বুকস্টল ও হকারদের কাছে কোলকাতার নিমাই ভট্টাচার্য, শংকর,আশুতোষ মুখোপাধ্যায়,নীহাররঞ্জন মুখোপাধ্যায়, ফাল্গুনি মুখোপাধ্যায়, বিমল মিত্র, যাযাবর, সমরেশ বসু'র বই ছিল হটকেকের মতন। দুরের যাত্রাপথে বিশেষত শিক্ষিত মধ্যবিত্তরা রেলস্টেশনের এসব বই কিনতেন। এসব বইয়ের বিক্রিবাট্টাও ছিল ভাল। বাংগালি মধ্যবিত্তের শিক্ষিত অংশটির কল্যানে ঘরে ঘরে তখন নিমাই,ফাল্গুনি,নীহাররঞ্জন,আশুতোষ,বিমল,যাযাবর,শংকর,সমরেশ খুব পরিচিত লেখক হয়ে যান। শিক্ষিত নারীদের কাছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বই ছিল শীর্ষে।
অনেকদিন পর চট্রগ্রাম রেলস্টেশনের 'বইঘর ' থেকে কেনা হলো নিমাই ভট্টাচার্যের লেখা, বহুবার পঠিত ' মেমসাহেব' উপন্যাসটি। বইটি ১৯৬৮ সালে প্রথম প্রকাশিত হয় কোলকাতার দে'জ পাবলিশার্স থেকে। আমার কেনা বইটি ৫৫ তম সংস্করন।
মেমসাহেব বাংলাসাহিত্যের পাঠকদের একটি বিরাট অংশের প্রিয় উপন্যাস হয়ে আছে। মেমসাহেবের বিপুল পাঠকপ্রিয়তা পাওয়ায় চলচ্চিত্রকার পিনাকী মুখার্জী নির্মান করেন সিনেমা ' মেমসাহেব'। এতে অভিনয় করেন উত্তম কুমার ও অপর্না সেন।মুক্তি পাবার পর সিনেমাটিও বিপুল জনপ্রিয়তা পেয়েছিল।
অনেক আলোচক,সমালোচক পর্যন্ত বিশ্বাস করেন, মেমসাহেব বহুকাল অব্দি বাংলাসাহিত্যের স্থায়ি আসন দখল করে রাখবে।
অনেকদিন পর বইটি আবারও পড়া হচ্ছে নতুন করে।
@ চট্রগ্রাম রেলস্টেশন
২| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩২
রাজীব নুর বলেছেন: আমার খুবই প্রিয় একটা বই।
৩| ২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:৩৯
সিগন্যাস বলেছেন: পড়বো নে
৪| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:২২
রাকু হাসান বলেছেন: পড়েছি .।রোমান্টিক উপন্যাসের মধ্যে সেরাদের সেরা বইটি ।
৫| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৯
মাফুজ রানা বলেছেন: আহা কি রোম্যান্টিক বই!
৬| ২৩ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৪৯
কাইকর বলেছেন: পড়তে হবে..
৭| ২৩ শে জুন, ২০১৮ রাত ৯:৫১
জুলিয়ান সিদ্দিকী বলেছেন: আমার জন্মের বছর বইটির প্রকাশকাল। তার মানে আমার বয়স আর এই বইটির বয়স প্রায় সমান। বাবার পাশে শুয়ে শুয়ে প্রথম আধা বই পড়া হয়েছিল। তখন আমি ক্লাস ৪(ফোর)এর ছাত্র।
তারপর আরো অনেকবার পড়েছি। কিন্তু মেমসাহেবের ওষুধ চুরির ব্যাপারটা ছাড়া বাকি সব ভুলে যাই। আপনার পোস্ট দেখে আবার পড়তে ইচ্ছে হচ্ছে। এবার যদি পড়তে পারি তাহলে একটা রিভিঊ লিখবো কোনো ভুল নেই।
পোস্টের জন্য ধন্যবাদ।
৮| ২৫ শে জুন, ২০১৮ সন্ধ্যা ৬:৩৩
ঢাকার লোক বলেছেন: অনেক বছর আগে পড়েছিলাম, আমার খুবই প্রিয় একটা বই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুন, ২০১৮ বিকাল ৫:২৪
নাজিম সৌরভ বলেছেন: দশ বছর আগে বইটা পড়েছিলাম । যদি ট্রাজেডি না হয়ে এটি একটি মিলনাত্মক উপন্যাস হত তাহলে আমার কাছে ভালো লাগতো । তবে ট্রাজিক্যাল না হলে উপন্যাস হিসেবে সুন্দর হত না ।