![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৩ সালে একুশে রাত টকশোর একটি পর্বের কারনে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান উকিল নোটিশ পাঠিয়েছিলেন উপস্থাপক মজুমদার জুয়েল ও আমার নামে। স্বাভাবিক নিয়মতান্ত্রিকপন্থায় তা মোকাবেলা করা হয়েছিল।গনতান্ত্রিক ব্যবস্থায় মত পার্থক্য থাকবে।
কিন্তু মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও কারো ওপর হামলা,আক্রমন সমর্থন করি না। দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের ওপর হামলা বাক- ব্যক্তি স্বাধীনতার ওপর আক্রমনের নামান্তর। কুষ্ঠিয়ায় আদালত চত্বরে পুলিশের উপস্থিতিতে মামলার হাজিরা দিতে আসা আসামী মাহমুদুর রহমানকে আক্রমন করে রক্তাক্ত করা হলো।আবারো প্রমানিত হলো সরকার, আইন -আদালত একজন বিচারাধীন আসামীর নিরাপত্তা দিতে ব্যর্থ । সরকারের মদদপুষ্ঠ পেটোয়া বাহিনী কি মনে করে ভিন্ন মতাদর্শের মানুষ পিটিয়ে সাধারন মানুষের আস্থা ও জনপ্রিয়তা অর্জন করা যাবে ?
এ হামলার তীব্র নিন্দা ও দোষীদের গ্রেফতারের দাবী জানাই।
২| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৪২
ক্স বলেছেন: মাহমুদূর রহমান কখনও আইন বহির্ভূত কোন কাজ করেনি। যেখানে নোটিস পাঠানোর, সেখানে নোটিশ পাঠিয়েছেন, যেখানে মামলা করা দরকার সেখানে মামলা করেছেন। আইনের প্রতি পরিপূর্ণ শ্রদ্ধাবোধ আছে বলেই এই ভেঙে যাওয়া শরীর নিয়ে কুষ্টিয়ায় গিয়েছেন হাজিরা দেবার জন্য। কিন্তু মামলার বাদী এবং পুলিশ মিলে যে নাটক দেখালো, তাতে প্রশ্ন জাগেঃ
এই মানুষটা বেঁচে থাকলে সরকারের কি এমন ক্ষতি হবে? মরে গেলে কি এমন লাভ হবে যে এত নাটক করতে হল?
৩| ২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:৫৫
স্রাঞ্জি সে বলেছেন: দেশ টা নর্দমায় গেছে
৪| ২১ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:০৬
সনেট কবি বলেছেন: অকাজ কারো ক্ষেত্রে সমর্থন যোগ্য নয়।
©somewhere in net ltd.
১|
২৩ শে জুলাই, ২০১৮ সকাল ৯:২৬
রাজীব নুর বলেছেন: নিন্দা। এইভাবে সমাজ দেশ রাষ্ট্র চলতে পারে না।
উনি অপরাধী হলে দেশের আইনে তার বিচার হবে।