![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ ধর্মান্ধ জঙ্গীদের চাপাতির কোপে খুন হয়েছিলো জাগৃতি প্রকাশনীর সত্বাধিকারী প্রকাশক ফয়সাল আরেফিন দীপন।
দীপনের বিরুদ্ধে ধর্মান্ধ জংগীগোস্টির কি অভিযোগ ছিল?
দীপন বিজ্ঞানমনস্ক লেখক অভিজিৎ রায়ের বইয়ের প্রকাশক ছিলেন । ধর্মান্ধ জঙ্গিদের সেটা সহ্য হয়নি। ২০১৫ সালের আজকের দিনে তারা দীপনের আজিজ মার্কেটের অফিসে ঢুকে দিনদুপুরে তাঁকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছিল। ওই একইদিনে এই ঘৃন্য জংগীগোষ্ঠি ঢাকার লালমাটিয়াতে অভিজিৎ রায়ের আরেক প্রকাশকের অফিসেও হানা দিয়েছিল । সেখানে প্রকাশক, কবি আহমেদূর রশিদ টুটুল, লেখক রনদীপম বসুকে জংগীরা চাপাতির কোপে মারাত্মকভাবে আহত করেছিলেন । তবে তাঁরা প্রাণে বেঁচে গিয়েছিলেন। বাঁচেননি প্রকাশক দীপন। কেন তাকে হত্যা ও অন্যান্যদের খুনের চেস্টা করা হয়েছিল?
ঘাতকরা ভেবেছিল, এদের মৃত্যুর মধ্য দিয়ে বাংলাদেশে মুক্তচিন্তার লেখা প্রকাশে দেশের প্রকাশকেরা ভয় পাবেন , সে কারণেই হত্যা করা হয়েছিল জাগৃতি প্রকাশনীর স্বত্ত্বাধিকারী দীপনকে।এদিনে দীপনকে শুধু স্মরন করছি না, একই সাথে জংগীমুক্ত বাংলাদেশ যেমন দেখতে চাই, তেমনি স্বাধীন মত প্রকাশে আইসিটি এক্ট,ডিজিটাল আইনসহ সকল কালাকানুন বাতিল চাই।
২| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:১৪
রাজীব নুর বলেছেন: জঙ্গী কমবে না। বরং দিন দিন আরো বাড়বে।
৩| ৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৮:২০
তারেক_মাহমুদ বলেছেন: জংগীবাদ যেকোন দেশের জন্যই ভয়াবহ, তাই জঙ্গিবাদ মুক্তদেশ সবারই কাম্য।
©somewhere in net ltd.
১|
৩১ শে অক্টোবর, ২০১৮ সকাল ৭:৫১
খায়রুল আহসান বলেছেন: দীপনের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।