![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১
হঠাৎ বৃষ্ঠি
- মাসুদুল হাসান রনি
এই ছিল রোদ মিস্টি মধুর
ঝকঝকে চারিপাশ
মেঘেরা ছিলো না কোথাও
ছিল সুনীল আকাশ।
সাথে ছিলো পুব-পশ্চিমের
মৃদু মন্দ হাওয়া
ভাগ্যের ব্যাপার ঠান্ডার দেশে
এমন সকাল পাওয়া!
অনেকদিন পর ইশকুলে যাই
হাল্কা কাপড় গায়ে
আহা কি আনন্দ, প্রিয়
চটি জোড়া পায়ে।
মেট্রো হতে নেমে দেখি
স্টেশনের বাইরে
বৃষ্ঠিতে সব যাচ্ছে ভেসে
কিভাবে ক্লাস যাই রে!
তাপমাত্রাও হঠাৎ শুন্যে
পড়লো রে ঝাপিয়ে,
ওয়েদার তার ইয়ার্কীতে
হাড় দিলো কাপিয়ে !
-----------------------------
৩১.১০.২০১৮
মন্ট্রিয়েল
২
পাতাঝরার দিন
-মাসুদুল হাসান রনি
এখানে সেখানে কত
নাম না জানা গাছ
পাতায় পাতায় রংয়ের খেলা
মৃদূ হাওয়ায় নাচ
সবুজ সবুজ পাতাগুলো
খয়েরী হলুদ লাল
রঙ মেখে গায় যাচ্ছে ঝরে
আসছে যে শীতকাল!
ছোটবড় গাছ থেকে সব
পাতা হচ্ছে বিলীন
হাওয়ায় হাওয়ায় এলো রে শীত,
পাতাঝরানোর দিন।
-------------------------------
২৬.১০.২০১৮
মন্ট্রিয়েল
২| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ১২:০০
রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা।
সব মিলিয়ে ভীষন সুন্দর।
৩| ০২ রা নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৮
সাহিনুর বলেছেন: সুন্দর লিখেছেন ভাইয়া।
©somewhere in net ltd.
১|
০২ রা নভেম্বর, ২০১৮ সকাল ৯:২৯
ওমেরা বলেছেন: খুব সুন্দর কবিতা, পড়ে খুব ভাল লাগল এত ভাল লাগল একেবারে ভাল লাগার বন্যায় ভেসে গেলাম।