![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আবার আসবো ফিরে
-মাসুদুল হাসান রনি
দেশে বসে দেশকে নিয়ে
কত মন্দ কথা
" চলাফেরা, কথা বলার
নেই যে স্বাধীনতা,
এ দেশে কি বাস করা যায়
গরু ও ছাগল সব
নিয়মনীতির তোয়াক্কা নেই
হরিলুটের উৎসব।"
গাট্টি বোচকা বেধে আপনি
দেশটা ছেড়ে এসে
বুঝবেন তখন দেশ কি ছিল
কান্নায় যাবেন ভেসে।
পরের দেশটা হয় না নিজের
যতোই ভাবেন আপন
কস্ট চেপে নিরাপদে
শুধুই জীবন যাপন।
আমরা যারা অনাবাসী
দেশের জন্য কাদি
মায়ের কাছে ফিরে যাবার
স্বপ্নটা রোজ বাধি।
--------------------------
১৩.১১.২০১৮
মন্ট্রিয়েল
২| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৪৫
আব্দুল্লাহ্ আল মামুন বলেছেন: ছড়াটা ভাল।তবে একটি ছড়া বারবার দেয়ার কি দরকার ছিলো। দেখুন ২বার পোস্ট করেছেন।।
আপনি কি পোস্ট করে একবার চেয়ে দেখেন না? দেখলে নিজের ভুল টা দেখতেন। শুধু পোস্ট দিতেই এসেছিলেন মনে হয়।
৩| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৭
নজসু বলেছেন:
ছড়া ভালো হয়েছে।
ছড়ায় সহমত।
দ্বিমত- সবাই গরু ছাগল নন।
৪| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:০৮
সাত সাগরের মাঝি ২ বলেছেন: ছড়া ভালো লেগেছে
৫| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:১০
সনজিত বলেছেন: সম্ভাবত একই ছড়া ২য় পোষ্ট,
৬| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হইছে
৭| ১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৩২
আফসানা মারিয়া বলেছেন: রসাতলে যাচ্ছে তাই নিজের দেশকে তো আর গোল্লায় যেতে দেয়া যায়না। দেশকে সুন্দর বানানোর দায়িত্ব আমাদেরই।
৮| ১৪ ই নভেম্বর, ২০১৮ দুপুর ১২:৪৬
আব্দুল্লহ আল মামুন বলেছেন: সুন্দর হয়েছে। ছড়ার দুটো অংশই সত্য। আমরা যারা দেশে থাকি তারা হতাশায় থাকি। নেতাদের দৌরাত্ম্যে দেশ নিয়ে আশার আলো দেখা সত্যি বড় কঠিন।
৯| ১৪ ই নভেম্বর, ২০১৮ বিকাল ৩:৩৬
রাজীব নুর বলেছেন: সুন্দর ছড়া।
ছড়ার সাথে সামঞ্জস্য আছে এমন একটা ছবি দিলে ভালো হতো।
©somewhere in net ltd.
১|
১৪ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৩৬
অলিউর রহমান খান বলেছেন: ছন্দময় কবিতা ভালো লেগেছে।