![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কামলাদের ছড়া
- মাসুদুল হাসান রনি
সবাই যখন গভীর ঘুমে
ঘড়ির কাটায় মধ্যরাত
আমি তখন যাচ্ছি কাজে
গায়ে মেখে তুষারপাত
নিয়ন আলোর হলদে রঙে
বরফকুচির ঝিকিমিক
মানুষ শুন্য গাড়ি শুন্য
নিরিবিলি চারিদিক
মধ্যরাতের নাইটবাসে
আমরা ক'জন ভীনদেশী
সাদা কালো লম্বা বেটে
আরব কিংবা চীনদেশী।
আমরা যাচ্ছি যে যার কাজে
ফিরবো যখন ভরদুপুর
দেখব ঝড়ছে বরফকুচি
অবিরাম টাপুর টুপুর।
---------------------------
১৫.১১.২০১৮
মন্ট্রিয়েল
২| ১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৪
জাতির বোঝা বলেছেন: প্রবাসীদের লেখা সব সময়ই সুন্দর।
৩| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:০৮
সাদা মনের মানুষ বলেছেন: কষ্টের ছড়া, এমন কষ্ট করা মানুষরাই বাংলাদেশকে ক্রমান্বয়ে আরো সমৃদ্ধশালী করছে।
ভালোলাগা জানিয়ে গেলাম ভাই।
৪| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ৯:৫৪
নজসু বলেছেন:
তবুও এরা পায়না তাদের যথাযথ সন্মান।
৫| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১০:৪৭
আকতার আর হোসাইন বলেছেন: তবুও এরা পায়না তাদের যথাযথ সন্মান।(নজসু)...
প্রবাসীদের জিবনটাই অনেক কষ্টের... পরিবার পরিজন ছেড়ে তাঁদের মুখে হাসি ফুটানোর জন্য কি ত্যাগই না করতে হয় তাঁদের। আল্লাহ সবাকে ভালো রাখুক..
৬| ১৬ ই নভেম্বর, ২০১৮ সকাল ১১:২১
রাজীব নুর বলেছেন: চমৎকার।
©somewhere in net ltd.
১|
১৬ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৪৩
বিচার মানি তালগাছ আমার বলেছেন: সুন্দর হয়েছে। দুইটা টাইপো আছে।
কাটায় - কাঁটায়
ঝড়ছে - ঝরছে