![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাবা
-মাসুদুল হাসান রনি
আমার বাবা মানুষ ভাল
ছিলেন সাদাসিধে
বুঝতে দেয়নি দুঃখ কস্ট
কোন অসুবিধে।
সবার বাবাই ভাল মানুষ
ছেলে মেয়ের জন্য
চেস্টা করেন মানুষ গড়ার
না যেন হয় বন্য।
সেই তুমি আজ দূর আকাশের
হয়ে গেলে তারা
বাবা ভীষন কস্ট হচ্ছে
থাকতে তোমায় ছাড়া।
কতরকম শখ আহলাদ
মিটিয়েছো বায়না,
তুমি নেই আজ, বলবে না কেউ
" একটু কাছে আয় না"।
আমিও আর বাবা বলে
পারবো না যে ডাকতে
কস্টটা সে বোঝে, যার হয়
বাবা ছাড়া থাকতে !
বাবার ছেলে বাবার মেয়ে
সবাই ছিলাম প্রিয়,
বাবা তুমি দূর থেকে রোজ
একটু আদর দিয়ো।
-----------------------------
০৫.১২.২০১৮
মন্ট্রিয়েল
©somewhere in net ltd.