![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছবির এ মানুষটিকে দেখে আপনার কি মনে হয়?
- সে কি সন্ত্রাসী?
- সে কি কোন রাজনৈতিক দলের ক্যাডার?
- সে কি পুলিশ বা আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে আঘাতে সক্ষম?
আসলে আপনার মনে যাই আসুক না কেন, তার কোন ভিত্তি নেই। কিন্তু পুলিশের গায়েবী মামলায় সে একজন বড়ধরনের সন্ত্রাসী। এটাই বিশ্বাস করতে হবে। আজব দেশ!
জেনে নিন, এ লোকটি একজন শারীরিক প্রতিবন্ধী। যার নিজের হাতকে বহন করার ক্ষমতা নেই। অথচ উনি নাকি গত ২৮ ডিসেম্বর লাঠিসোটা, হকিস্টিক, লোহার রড দিয়ে ‘অসহায়’ পুলিশ বাহিনীকে নির্মমভাবে পিটিয়েছেন! আশ্চর্য, প্রতিবন্ধীরাও এখন সরকারের প্রতিদ্বন্দ্বি!
২| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১:২৫
রাজীব নুর বলেছেন: ছবিটা আজ সকালে ডেইলি স্টার পত্রিকায় দেখে বেশ অবাক হয়েছি।
৩| ২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ২:০৭
আবু তালেব শেখ বলেছেন: আজব
৪| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:০১
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
“সত্যিই সেলুকাস,
কি বিচিত্র এই দেশ!”
৫| ২৩ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৫:২১
আখ্যাত বলেছেন: নূর মোহাম্মদ নূরু বলেছেন:
“সত্যিই সেলুকাস,
কি বিচিত্র এই দেশ!”
৬| ২৬ শে জানুয়ারি, ২০১৯ বিকাল ৪:১১
কানিজ রিনা বলেছেন: দেশটা এখন ডিজিটাল,ভোট হয়ে গেল
ডিজিটাল হ্যাকার পদ্ধতিতে। এখন গায়েবী
মামলায় হ্যাকার হচ্ছে মানুষ। ব্যাংক হ্যাকার
শিয়ারমার্কেট আরও কত কত ডিজিটাল
হ্যাকার সামনে আছে দেখার বিষয়। চোখ
দিয়ে দেখা আর চুপ থাকা উত্তম। ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১৯ দুপুর ১২:৩১
পাঠকের প্রতিক্রিয়া ! বলেছেন: সামনে আরো অনেক দেখার আছে, ঘটনায় অবাক হই নি।

ছবিটা ঠিকমত আসেনি।