![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ম্যাডাম খালেদা
আমি সুশিলও না, মধ্যরাতের বুদ্ধিজীবিও না আমি একজন আম জনতা, আপনাকে কয়েকটা কথা পরিস্কার জানিয়ে দিতে চাই-
গত জাতীয় সংসদ নির্বাচনে আপনি আওয়ামিলিগের কাছে হারেন নাই, না আপনার জামাতি বন্ধুরা আপনাকে হারিয়েছে। আপনি হেরেছিলেন সেই সাড়ে তিন কোটি নতুন ভোটারের কাছে যারা মনে প্রাণে যুদ্ধাপরাধীদের বিচার চেয়েছে।
আজ আপনি সেই পরাজয়ের প্রতিশোধ নিতে গিয়ে আরও একবার তরুণ প্রজন্মের আবেগকে বুড়ো আঙুল দেখিয়ে নির্লজ্জভাবে যুদ্ধাপরাধীদের পক্ষ নিলেন! সমস্যা নেই শুধু মনে করিয়ে দেই- একটি নির্বাচনের মধ্যেদিয়েই আপনাকে সরকার গঠন করতে হবে( যদি না স্বামীর মতো পেছনের দরজা দিয়ে ক্ষমতায় যাবার মতলব থাকে) আর আগামি নির্বাচনে আমরা পাঁচ কোটি হয়ে ফিরে আসছি। আমরাও দেখবো যুদ্ধাপরাধীদের দোসররা এই বাংলায় কিভাবে নির্বাচনে জেতে। জয় বাংলা
©somewhere in net ltd.
১|
০২ রা মার্চ, ২০১৩ রাত ৩:০১
আমি ব্লগার হইছি! বলেছেন: উঠা কাপড়া , চালা মেশিন
গোলাপী শাড়ি খুলকে দেখলে দুনিয়া।