![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মাননীয় প্রধানমন্ত্রী
আমি একজন ব্লগার
আমার ধর্ম বিশ্বাসের প্রমান আমি কোনো 'হেফাযত' বা গোলাপি বিবির ওরসে গিয়ে দেবো না, তেমনি দেবোনা থানায় গিয়েও।
আমার দেশপ্রেম এতো দোদুল্যমান নয় যে কারো কারো লংমার্চের ঘোষণা শুনে তা পাল্টে যাবে!
আমার মুক্তিযুদ্ধের চেতনা এতো সস্তা নয় যে আপনাদের মতো রাজনীতিক বা কোনো হেফাজতকারী কিংবা কোনো গোলাপি তা কেনার সামর্থ রাখেন।
মাননীয় প্রধানমন্ত্রী, আমি একজন ব্লগার, মুখের উপর সত্য বলার সাহস আমার আছে, আপনার যে তা শোনার সাহস নাই তা আমার জানা হয়ে গেছে!
পরিশেষ: গত নির্বাচনের আগে আপনি খেলাফত মজলিসের সাথে চুক্তি করেছিলেন, আমরা ভুলি নাই, এবার না হয় হেফাযতের সাথে করবেন- এ আর নতুন কী!
শুধু ভুলবেন না যুদ্ধাপরাধীদের ফাঁসি এবং জামায়াত- শিবিরের সাথে লড়াই করার জন্য আমাদের না বিচিহীন বিএনপি'র দরকার আছে না আওয়ামি মুসলিম লীগের দরকার আছে!
জনতার সংগ্রাম চলছে, চলবে। জয় বাংলা
২| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৮
নাজ_সাদাত বলেছেন: দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার মানসে যারা ইসলাম অবমাননা করে লেখালিখি করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। এবং যারা এই সব কীটদের সমর্থনে মাঠে নেমেছে তাদের ডিম থেরাপি দেওয়া হোক
৩| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৩
অবাক তুহিন বলেছেন: ভাল বলেচেন
৪| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:০৫
ভার্চুষ বলেছেন: যতই তেনা পেঁচান, লাভ নাই
ডিম থেরাপি মাস্ট
৫| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৯
তথই বলেছেন: দেশে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি করার মানসে যারা ইসলাম অবমাননা করে লেখালিখি করে তাদের ফাঁসির দাবি জানাচ্ছি। এবং যারা এই সব কীটদের সমর্থনে মাঠে নেমেছে তাদের ডিম থেরাপি দেওয়া হোক....... উটপাখির ডিম
৬| ০১ লা মে, ২০১৩ রাত ১২:৩১
আশফাক সুমন বলেছেন:
বর্ণচোরা ভণ্ডের পোস্ট .।
বিরক্তিকর ।
©somewhere in net ltd.
১|
০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:৪৬
মহাসচিব বিশ্ব ব্লগ সংস্থা বলেছেন: ব্লগার জরিপ-২৪, চলছে আপনার মতামত জানানোর জন্য আহবান করা যাচ্ছে।